আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২১
আবুবকর সিদ্দিক রাজশাহী থেকে:গণতন্ত্র পুনরুদ্ধারে অদ্ভুত এক আতিথেয়তার শহরে পরিণত হয়েছে রাজশাহী।
সৌদি আরবে হজ্জ্বের সময় স্হানীয় সৌদিরা আগত হাজিদের সেবায় নিজেদের প্রতিযোগিতায় নিয়োজিত করে। কে কার চেয়ে বেশী সেবা দিতে পারে তার প্রতিযোগিতা। লক্ষ্য সওয়াব কামানো। পরকালে বেহেশত পাওয়ার আশায় মানুষ এ-সব করে।
পুলিশের বাধা,পরিবহন ধর্মঘট,দিয়ে জনগনকে আটকানো যায়না তার প্রমান রাজশাহী বিভাগের সমাবেশ।
গনতন্ত্র, আর ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, দ্রব্য মুল্যের উর্ধগতি রোধে, বাংলাদেশের রাজশাহী শহরে আগামী ৩ ডিসেম্বর বিএনপির গণসমাবেশে বিভিন্ন জেলা/ থানা/ ইউনিয়ন/ওয়ার্ড থেকে আগত মানুষকে রাজশাহীর রিকশা অটোওয়ালারা বিনা পয়সায় গন্তব্যে পৌঁছে দিচ্ছে। ডেকোরেটর প্রায় নাইমুল্যে টেন্ট বানিয়ে দিচ্ছে। চাওয়ালা অর্ধেক মুল্যে চা খাওয়াচ্ছে। সন্তানের পরীক্ষা সত্বেও বাসা বাড়ীর ঘর ছেড়ে দিচ্ছে স্থানীয় বাড়িওয়ালারা। হার্ডওয়ারের দোকানদার সস্তামুল্যে পলিথিন বিক্রি করছে। ব্যানার প্রিন্ট হচ্ছে ত্বড়িৎগতিতে। অন্য অনেক কাজ ফেলে রেখে রাজশাহীর সরবস্তরের মানুষ বিএনপির গণসমাবেশ সফল করতে মরিয়া। আমাদের মহান মুক্তিযুদ্ধে এমনটি ঘটেছিল।
.
৮০’র দশকে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনের সময় এভাবে অংশগ্রহণ করেছিল জনগন।
লুটেরা জবরদখলকারী অবৈধ শাসকের বিরুদ্ধে সমবেত জনগন। বেহায়া সরকারের বেপরোয়া মানুষভীতি গণমানুষকে সাহসী করছে। পারস্পরিক সহযোগী করছে।
.
গণমানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার ইহজাগতিক লড়াইয়ে বাংলাদেশের অন্যান্য বিভাগীয় শহরের মতো রাজশাহীর মানুষও আজ মরিয়া। আগামী শনিবার ৩রা ডিসেম্বর বিশাল জনসমুদ্রের এক নগর হবে রাজশাহী। দুদিন আগে থেকেই তা বোঝা যাচ্ছে। এলেন সমাবেশের আগে আরএক সমাবেশ।
জনগণের সাথে যুদ্ধ করে জিতে না কোন সরকার। এরাও জিততে পারবে না। জনতা জিতবেই, বলছেন রাজশাহীর সাবেক মেয়র চেয়ারপারসনের উপদেষ্টা , মিজানুর রহমান মিনু,রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত খালেক, জেলা বিএনপির আহবায়ক নুরুন্নবী চাঁদ, সাবেক এমপি জাহান পান্না, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, বগুড়া জেলা সভাপতি রেজাউল করিম বাদশা, সোনাতলা উপজেলার সভাপতি জাকির হোসেন, জয়পুরহাট জেলার আহবায়ক অধ্যক্ষ শামছুল হক, সহ রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |