আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৮
সিরাজদিখান প্রতিনিধি:- ৬ই নভেম্বর ২০২০ শুত্রুবার সিরাজদিখান উপজেলায় একটি সামাজিক অনুষ্টান শেষে বয়ড়াগাদি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ ও সংগঠনের কর্মী সভায় প্রধান অথিতির বক্তব্যে ঢাকা কলেজের সাবেক ভিপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিঠির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মুন্সিগঞ্জ:১(শ্রীনগর-সিরাজদিখান)আসনের মাটি ও মানুষের নেতা মীর সরফত আলী সপু বলেন সারা বিশ্ব করোনায় আক্রান্ত। আর বাংলাদেশ করোনার পাশাপাশি দুর্নীতি-অনাচার, দলীয়করণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন এবং জনগণের সব মৌলিক অধিকার হরণের যে পাপ সেই পাপের শিকার হয়েছে। সারা দেশটাকে আজকের এই অবস্থায় পৌঁছিয়েছে। তাদের বিরুদ্ধে লড়াই করার যিনি প্রধান সেনাপতি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এই আন্দোলনকে যারা বেগবান করবে দেশের সেই তরুন ও যুব শ্রেনীর যিনি চেতনার প্রতিভূ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকেও মিথ্যা মামলায় দন্ড দেয়া হয়েছে, তিনি অসুস্থ অবস্থায় দেশের বাইরে।
এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীকে আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
বয়ড়াগাদি ইউনিয়নে বিএনপির সভাপতি আব্দুল বাতিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মাহমুদুর রহমান কুট্টি,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল,কেন্দ্রীয যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ প্রমুখ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |