মনির হোসেন জীবন – রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গণধর্ষণ মামলার আসামি হানিফকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব বলছে, গ্রেফতারকৃত ধর্ষকের নাম মোঃ হানিফ খন্দকার (২৭)। রাজধানী যাত্রাবাড়ী থানার ভাঙ্গাপ্রেস কাজিরগাও এলাকার মোঃ মিজান খন্দকারের পুত্র। আজ দুপুরে র্যাব-১০ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল গতকাল শনিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় একটি অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন (গণধর্ষণ মামলার) পলাতক আসামি মোঃ হানিফ খন্দকার (২৭)কে আটক করতে সক্ষম হয়। র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোঃ হানিফ খন্দকার ওই মামলা দায়েরের পর থেকে রাজধানীর যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।