আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪৫
ঢাকা : গণফোরামের সভাপতি ড. কামালকে সর্বদলীয় সরকার প্রধান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবসরে যাওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশে স্বাধীনতার পর আওয়ামী লীগের সভাপতি মরহুম শেখ মুজিবুর রহমানের পরের জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন ড. কামাল হোসেন।
স্বাধীনতার সাথে সাথে পাকিস্তান কারাগার থেকে মরহুম শেখ মুজিবুর রহমান মুক্তি পাওয়ার পর সর্বপ্রথম তিনি বলেন, ড. কামাল হোসেনকে মুক্তি দিয়ে আমার কাছে না আনলে আমি তাঁকে না নিয়ে দেশে যাবে না।
তিনি বলেন, জাতীয় সরকার করেন। ডা. কামাল হোসেনকে তার প্রধান করেন। আপনার দলের মধ্যে থেকে রেহেনাকে দেন, মতিয়া চৌধুরীকে দেন, তোফায়েল আহমেদকে দেন। সব দল থেকে নিয়ে দ্রুত জাতীয় সরকার গঠন করেন। আজ যদি এটা না হয়, সুষ্ঠু রাজনীতি না গড়াই, গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয় তাহলে কোথায়?
প্রধানমন্ত্রীর উদ্দেশ্য তিনি বলেন, আপনার কাজ হওয়া দরকার বিশ্ব রাজনীতিতে যাওয়া। বিশ্ব রাজনীতিতে যাওয়ার জন্য আপনার প্রথম কাজ হবে তুরস্ক থেকে যাতায়াত শুরু করেন। পাকিস্তানের যান। যেয়ে বলেন, তোমরা যে ভুল করেছিলে, যে অন্যায় করেছিলে তার জন্য ক্ষমা চাও।
জাফরুল্লাহ বলেন, বাংলাদেশ আজ আঠারো কোটি মানুষ৷ আমাদের যেখানে জায়গা হওয়ার কথা ছিল সেখানে আমরা যেতে পারিনি। আমাদের জায়গা হবে চীনের পাশে, আমেরিকার পাশে। ভারতের পিছনে নয়, সামনে। এটা করার জন্য আপনি সেই দায়িত্বে যান।
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, চিত্রনায়িকা পরীমনি একজন সুন্দরী নারী। তিনি অপরাধ করেছেন কিনা বা অপরাধের সঙ্গে জড়িত কিনা তা আদালত নির্ধারণ করবে। তবে তার জামিন পাওয়ার অধিকার রয়েছে। সরকার মদ আমদানির বৈধতা দিয়েছে। তবে অপরাধ করে পরবর্তী সময়ে আদালত এবং কারাভোগের পর সবারই জামিনের অধিকার রয়েছে। পরীমনির জামিন দিতে হবে। বিচারপতিগণ হঠাৎ ওনার সৌন্দর্যে মুগ্ধ হলেন নাকি বিবেকের তাড়নায় জানি না।
কারাগারে ছাত্র অধিকার পরিষদের ৫৪ জন ছাত্রের প্রসঙ্গে বলেন, নরেন্দ্র মোদির নিয়ে কথা বলেছেন বলে এত দিন জেলে রয়েছে। তাদের জামিনটা…. আপনি বলেছিলেন (প্রধান বিচারপতি) হস্তক্ষেপের অধিকার নাই।
ড. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরাম নেতা মোকাব্বির খান, আওম শফিক উল্লাহ, মোস্তাক আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |