আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৮
বিডি দিনকাল ডেস্ক : বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সন্ধ্যায় গণফোরাম ও ন্যাশনাল পিপলস পার্টির সাথে লিয়াজোঁ কমিটির বৈঠকের পর যুক্তরাষ্ট্রের দক্ষিন এশীয় বিষয়ক সহকারি পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু‘র সফর সম্পর্কে দৃষ্টি আকর্ষন করা হলে বিএনপি মহাসচিব এরকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘‘ আবার ডোনাল্ড লু… আমি জানি না, আপনারা(গণমাধ্যম) কি অবস্থান তাদের ভেবেছিলেন। আমরা যেটা দেখেছি বেসিক্যালি তারা(যুক্তরাষ্ট্র) একটা অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এটা তারা এখনো অব্যাহত রেখেছে। তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে সেই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেননি, তার চেয়ে অনেক বেশি রিপোর্টে লিখেছে।এটাতে প্রমাণিত হয় যে, তারা এতটুকুও খুশি না এই বর্তমান অবস্থার প্রেক্ষিতে।’’
‘‘ তারা আপনারা জানেন যে, যেকোনো দেশের কুটনৈতিক সম্পর্ক এটাকে অব্যাহত রাখতে হয়… সবাইকে এবং সেজন্য তারা এই সম্পর্ক অব্যাহত রাখেন এবংকি সামরিক শাসকদের সঙ্গেও কুটনৈতিক সম্পর্ক রাখতে হয়।আজকে বাংলাদেশের যে অবস্থান যে অবস্থা প্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজনে যেটা মনে করছে সেটাই করছে। কিন্তু আজকে বাংলাদেশের জনগনের বিরুদ্ধে গিয়ে করছেন না।”
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘‘ এই সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠায় দেশের সব প্রতিষ্ঠান তারা ধবংস করেছে। এখন যারা এদেশ শাসন করছে এই শাসকগোষ্ঠি এরা মিথ্যা ওপরে জনগনকে সারাক্ষন প্রতারণা করছে, মিথ্যা তথ্য দিচ্ছে, ডাটা দিচ্ছে। যারাই তথ্য আনতে যায় তাদেরকে নিষেধাজ্ঞা দেয়…. আপনারা দেখেছেন সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ নিষিদ্ধ করেছে।”
‘‘ সবখানে একই অবস্থা। অর্থাৎ পুরোপুরিভাবে এরা মিথ্যা ওপরে টিকে আছে এবং মিথ্যার ওপরে তারা টিকে থাকতে চায়। মিথ্যা ওপরে কখনো টিকে থাকা যায় না।”
বিএনপি মহাসচিব জানান, যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলোর সাথে আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনা হচ্ছে।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকাল সাড়ে ৫টায় গণফোরাম ও ন্যাশনাল পিপলস পার্টির সাথে বিএনপি বৈঠক হয়। এই বৈঠকে গণফোরামের সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, ফজলুল হক সরকার, মুহাম্মদ উল্লাহ মধু এবং ন্যাশনাল পিপলস পার্টির বাবুল সরদার চাখারি, পারভীন নাসের খান ভাসানী, এ আর জাফর উল্লাহ চৌধুরী, হারুনুর রশিদ, আলমগীর হোসেন, খাদিজা আখতার ছিলেন।
এরপর সাড়ে ৭টায় গণতন্ত্র মঞ্চের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, জনসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।এই বৈঠক রাত ৮:৪৫ মিনিট পর্যন্ত চলে ।
দুই বৈঠকে মহাসচিবের সাথে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ছিলেন।
এদিকে আগামীকাল ১৬ মে ২০২৪, বৃহষ্পতিবার যথাক্রমে বিকাল ৪ টায় এনডিএম, বিকাল ৫ টায় গণঅধিকার পরিষদ এবং সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দের পৃথক তিনটি বৈঠক বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |