আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:০৬
ডেনমার্ক ও তিউনিশিয়ার মতো আরো একটি গোলবিহীন ম্যাচ উপহার দিলো কাতার। গতকাল দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘সি’ গ্রুপে মেক্সিকো ও পোল্যান্ডের ম্যাচটিও গোলশূন্য ড্র হয়। বল দখল, আক্রমণ, গোলের সুযোগ তৈরি, গোলের জন্য শট, লক্ষ্যে শট সব পরিসংখ্যানে এগিয়ে ছিল মেক্সিকো। কিন্তু সবচেয়ে নিশ্চিত সুযোগটা পেয়েছিল পোল্যান্ডই। কিন্তু গিয়েরমো ওচোয়া বিশ্ব আসরে আরো একবার দেখালেন, গোলরক্ষক হিসেবে কতটা অসাধারণ তিনি। পোলিশ গোল মেশিন লেভানদোভস্কির স্পট কিক ঠেকিয়ে সেটিই প্রমাণ করলেন আরো একবার।
ম্যাচে প্রাণের অভাব ছিল না। আক্রমণ ও পাল্টা-আক্রমণও ছিল যথেষ্ট। তবে মাঝমাঠ দখলে এগিয়ে থাকায় আক্রমণ বেশি করে মেক্সিকো। চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। ইয়েরভিং লোসানোর ক্রসে দূরের পোস্টে শট লক্ষ্যে রাখতে পারেননি আলেক্সিস ভেগা।
২৬তম মিনিটে আবার সুযোগ পায় কনকাকাফ অঞ্চলের দেশটি। হেক্টর হেরেরার ক্রসে একটুর জন্য ভেগার চেষ্টা থাকেনি লক্ষ্যে। বেঁচে যায় পোল্যান্ড। দুই মিনিট পর প্রায় এগিয়েই যাচ্ছিল মেক্সিকো। লুইস চাবেসের ক্রস একটুর জন্য নিয়ন্ত্রণে নিতে পারেননি দলটির ফরোয়ার্ড গালার্দো। পোল্যান্ডের একজন ক্লিয়ার করতে গিয়ে বিপদ প্রায় ডেকেই এনেছিলেন। তার ভাগ্য ভালো বল গালার্দোর পায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। অনেকটা খেলার ধারার বিপরীতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পোল্যান্ড। ৫৮তম মিনিটে বাঁদিকে ঝাঁপিয়ে লেভানদোভস্কির স্পট কিক ঠেকিয়ে দিয়ে মেক্সিকোর ত্রাতা ওচোয়া! এতে বিশ্ব আসরে গোলের জন্য পোলিশ অধিনায়কের অপেক্ষা আরো বাড়ল। ফিরতি বলেও সুযোগ ছিল; কিন্তু পোল্যান্ডের দুইজন শট নিতে ব্যর্থ হন। লেভানদোভস্কিকেই মেক্সিকোর হেক্টর মরিনো ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। আক্রমণ ও পাল্টা আক্রমণে পরের সময়টুকুতে দুই দলই চেষ্টা করেছে। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে গিয়ে নিজেদের মেলে ধরতে পারেনি কোনো দলই। জমাট রক্ষণ ভাঙতে না পেরে আচমকা শটে গোলের চেষ্টা করে। সেগুলো খুব একটা ভাবাতে পারেনি কোনো গোলরক্ষককে। যার ফলে এক এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে দুই দল। ‘সি’ গ্রুপের একটি করে ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষ সৌদি আরব। এক পয়েন্ট নিয়ে পরের দুটি জায়গায় মেক্সিকো ও পোল্যান্ড।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |