আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:৩১
বিডি দিনকাল ডেস্ক:- ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর নেতৃত্বে গতকালের সমাবেশে এবারও ব্যাপক শোডাউন করা হয় ।সমাবেশের শুরু এবং শেষে ছাত্রদলের একঝাক নেতাকর্মীদের নিয়ে জাতীয় প্রেসক্লাব ও সচিবালয় এলাকায় মিছিল করা হয় ।এই মিছিলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া স্লোগান “TAKE BAKE BANGLADESH @ বাংলাদেশ যাবে কোন পথে – ফয়সালা হবে রাজপথে” এই স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে পুরো এলাকা ।
এই সময় মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সহ সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা সিরাজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্যতম সাবেক যুগ্ন সম্পাদক আসাদুজ্জামান আসলাম , ঢাকা বিশ্ববিদ্যালয় মুজিব হলের সাবেক যুগ্ন আহবায়ক মেধাবী পরিশ্রমী ছাত্রনেতা সালেহ মোহাম্মাদ আদনান সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিট গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
ছাত্র দলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।এই সমাবেশে ছাত্র দলের সাবেক নেতা আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, রাজিব আহসান, আকরামুল হাসান, ছাত্র দলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, আমিনুর রহমান আমিন, সাইফ মাহমুদ জুয়েল, রাকিবুল ইসলাম রাকিবসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধবগতির প্রতিবাদে এই ছাত্র সমাবেশ হয়। এতে ঢাকা উত্তর-দক্ষিন, পূর্ব-পশ্চিম, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তীতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, ইডেন কলেজ, কবি নজরুল কলেজ, বদরুন্নেসা কলেজ, বাঙলা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র দলের নেতা-কর্মীরা এতে অংশ নেন।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |