আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১৭
গত ১ মাসে অন্তত ৪২ জন সাংবাদিক হামলা, মামলা, গ্রেপ্তার, সাজা ও পরোয়ানাসহ নানাভাবে নিগ্রহের শিকার হয়েছেন। এর মধ্যে ২২ জন শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন ৭ জন। অন্যরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দৈহিক লাঞ্ছনা ও হেনস্তার মুখে পড়েন। এ ছাড়া এ মাসে এক সাংবাদিক গ্রেপ্তার, ২ সম্পাদকের সাজা, ২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং আরও ১৩ সাংবাদিক মামলায় আসামি হয়েছেন। এক ক্যাম্পাস সাংবাদিক বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন। হয়রানিমূলক হিসাব তলব করা হয়েছে এক গণমাধ্যম ব্যক্তিত্বের। এর বাইরে মামলার হুমকি দিয়ে ১৩ জনকে আইনি নোটিশ দেয়া হয়েছে।
আজ দেশের প্রথম সারির সংবাদপত্র ও শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টালে নজর রেখে এবং নিজস্ব সূত্রে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র মনিটরিং কমিটি সাংবাদিক নিপীড়নের এ চিত্র তুলে ধরেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী গেল আগস্ট মাসে সর্বাধিক ১০ জন সাংবাদিক নিগৃহীত হয়েছেন চিকিৎসক ও তাদের সহযোগীদের হাতে। বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ ও যশোর জেনারেল হাসপাতালে পৃথক দু’টি ঘটনায় পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকেরা বাধা ও আক্রমণের শিকার হন। এ ছাড়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও জামালপুরে রেলকর্মীদের হাতে নির্যাতিত হয়েছেন দুই সাংবাদিক।
অন্য হামলার ঘটনাগুলো ঘটেছে ঢাকা, রাজশাহী, ফেনী, নোয়াখালী, মাদারীপুর, নীলফামারী, কুষ্টিয়া ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
এর বাইরে আগস্ট মাসের আলোচিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে- ঢাকার একটি আদালত কর্তৃক দুই সম্পাদক শফিক রেহমান ও মাহমুদুর রহমানের ৭ বছরের সশ্রম কারাদণ্ডের রায়, যুগান্তর সম্পাদক সাইফুল আলমসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার মামলা, দুই সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে কক্সবাজার আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রংপুরে ৩ সাংবাদিকের বিচার শুরু এবং কক্সবাজারের চকরিয়ায় ৪ সাংবাদিককে রাজনৈতিক সহিংসতার মামলায় আসামি করা হয়।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের প্রথম ৭ মাস জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ১৯৮ জন সাংবাদিক নানাভাবে নিগ্রহের শিকার হন। খুন হন ২ সাংবাদিক। শুধু জুলাই মাসেই রেকর্ড ৪৮ জন সাংবাদিক নানাভাবে নিগৃহীত হয়েছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |