আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:৪৭
বিডি দিনকাল ডেস্ক :- গত ২ অক্টোবর ২০২১ তারিখ শনিবার, বিকাল ৪.৩০ মি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে-
১. ড. খন্দকার মোশাররফ হোসেন
২. ব্যরিস্টার জমির উদ্দিন সরকার
৩. মির্জা আব্বাস
৪. বাবু গয়েশ্বর চন্দ্র রায়
৫. ড. আব্দুল মঈন খান
৬. জনাব নজরুল ইসলাম খান
৭. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
৮. বেগম সেলিমা রহমান
৯. জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু
সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নি¤েœ বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
১। সভায় বিগত ২৫ সেপ্টেম্বর ২০২১ অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পঠিত ও অনুমোদিত হয়।
২। আন্তর্জাতিক অধিকার সংস্থা ‘আর্টিকেল নাইনটিনের’ পর্যাবেক্ষণে করোনাকালে গত ১৮ মাসে বাংলাদেশে জনগণের তথ্য অধিকারের ক্রমাগত লঙ্ঘন ও সংকোচন ঘটেছে ২০২১ সালের জানুয়ারি থেকে আগষ্ট পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি নিরাপত্তা আইনে দায়ের হওয়া ১৭২টি মামলার ঘটনা রেকর্ড করেছে সংস্থাটি। এ বিষয়ে সভায় ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট এবং অন্যান্য নিবর্তন মূলক আইনের সুযোগ নিয়ে মত প্রকাশের স্বাধীনতা, তথ্য অধিকার হরনের ঘটনা ক্রমাগত হারে বৃদ্ধি পাওয়ার বিষয়টিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় সরকারের কর্তৃত্ববাদীতা এবং জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার হরণের প্রক্রিয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভা মনে করে এটা আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার নীল নকশার অংশ। অবিলম্বে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টসহ সকল নিবর্তন মূলক আইন বাতিলের দাবী জানানো হয়।
৩। সভায় সম্প্রতি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞতনামা বন্দুকধারীদের গুলিতে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর হত্যায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভা মনে করে এই হত্যাকান্ড একটি গভীর আন্তর্জাতিক চক্রান্ত। এই হত্যাকান্ডের ফলে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠির স্বদেশ প্রত্যাবসনে বড় রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি হলো। সভায়, রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার জন্য সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করা হয়। সভায় মহিবুল্লাহর হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসা এবং রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বৃদ্ধির দাবী জানানো হয়।
৪। সভায় সাংগঠনিক বিষয়ে আলোচনা শেষে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।জাতীয় স্থায়ী কমিটি সভার 3 October 2021 Resolution
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |