আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০১
ঢাকার বাইরে এখন ডেঙ্গুর দাপট বেশি। রাজধানীর চেয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে ৭৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারী ৪২৮ জন এবং পুরুষ ৩১৩ জন। ঢাকার বাইরে মারা গেছেন ২১৩ জন এবং রাজধানীতে ৫২৮ জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৪৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৯৪৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৬৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৯৭৭ জন। ২ হাজার ৯৪৪ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও
বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮১৬ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ২০৭ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৬০৯ জন।
চলতি বছরের এ পর্যন্ত ১ লাখ ৫১ হাজার ২৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানীতে ৬৮ হাজার ২৬ জন এবং ঢাকার বাইরে ৮৩ হাজার ২৪৬ জন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ৯৩ হাজার ৩৪০ জন এবং নারী ৫৭ হাজার ৯৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪০ হাজার ৭১৫ জন।
অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ৬ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ১৬৬ জন এবং মারা গেছেন ৩ জন, মার্চে ভর্তি রোগীর সংখ্যা ১১১ জন এবং এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন এবং মারা গেছেন ২ জন। মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ২ জন, জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন এবং মারা গেছেন ৩৪ জন, জুলাইয়ে শনাক্ত ৪৩ হাজার ৮৫৪ জন এবং মারা গেছেন ২০৪ জন এবং আগস্টে শনাক্ত ৭১ হাজার ৯৭৬ জন এবং মৃত্যু ৩৪২ জন। সেপ্টেম্বরের ১১ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ২৭ হাজার ৪৬৪ জন এবং মারা গেছেন ১৪৮ জন।
তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেশি। কারণ অনেক ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় নাই।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |