আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫৯
গত ৪ ফেব্রুয়ারি ২০২৩ গভীর রাতে ঢাকার রাস্তায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয় সুমন চন্দ্র পাল। ক্লুলেস এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত উত্তর খুঁজে পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু ও একটি রিকশা জব্দ করেছে ডিএমপি।
ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল হক সজীব পিপিএম জানান, গত ৪ ফেব্রুয়ারি রাত অনুমানিক ২:০৫টায় ভোলার তজুমদ্দিন থানার গোলকপুরের সুমন চন্দ্র পাল কর্মস্থল রাজধানীর গুলশান-২ এ চাপঘর রেস্টুরেন্ট থেকে তার মেস গুদারাঘাটে যাচ্ছিলেন। রাত অনুমানিক ২:২০টায় উত্তর বাড্ডার লাজ ফার্মার বিপরীতে প্রগতি সরণীর ফুটপাতে পৌঁছলে একটি রিকশায় করে ৩ জন লােক এসে সুমন চন্দ্র পালের পেটে ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যপুরি চাপাতি ও ছুরিকাঘাত করে। তার মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে তার সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ দিন পর ১৫ ফেব্রুয়ারি সুমনের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী প্রতিমা রানী পাল অজ্ঞাতনামা ৩ জনকে আসামী করে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনা থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা গুলশান জোনাল টিমও ছায়া তদন্ত শুরু করে। তদন্তে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা সূত্রে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য, মালিবাগ আবুল হোটেল থেকে নতুন বাজার পর্যন্ত শতাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে এ হত্যাকাণ্ডের উত্তর খুঁজে পাওয়া যায়।
হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী মোঃ আরিফ তালুকদারকে গত ৭ মার্চ এবং ইমরান হোসেন ও শ্যামল রায়কে গত ১৭ এপ্রিল গ্রেফতার করা হয়। রাজধানীর বাড্ডা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, রিকশা ও ঘটনার সময় আসামীদের পরিহিত কাপড় জব্দ করা হয়, যোগ করেন তিনি।
গোয়েন্দা কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানা যায়, ঘটনার দিন তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে জব্দকৃত রিকশাটি নিয়ে মধ্যবাড্ডা হতে বের হয়। তারা রিকশায় করে তাদের টার্গেট খুঁজতে খুঁজতে মধ্যবাড্ডা থেকে রামপুরা বাজারে যায়। সেখান থেকে নতুন বাজার পর্যন্ত বিভিন্নভাবে স্থানে ঘুরাফেরা করে পুনরায় রামপুরার দিকে আসার পথে সুবাস্তু মার্কেটের বিপরীতে ভিকটিম সুমন চন্দ্র পালকে পায়। তখন তার সাথে থাকা একটি ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে টানাটানি করার একপর্যায়ে সুমনকে উপর্যপুরি ছুরিকাঘাত করে ব্যাগ ও মানিব্যাগ থেকে ৩ হাজার টাকা নিয়ে যায়।
তিনি বলেন, সুমন চন্দ্র পাল (২৭) রাজধানীর গুলশান-২ এ অবস্থিত চাপঘর রেস্টুরেন্টে সিনিয়র ওয়েটার হিসেবে কাজ করত। গত ১৭ জানুয়ারি পারিবারিকভাবে প্রতিমা রানী পালকে বিয়ে করেন। বিয়ের ১৭ দিনের মাথায় সুমন খুন হন। অসহায় পরিবারের একমাত্র অবলম্বন ছিল পিতৃহীন সুমন চন্দ্র পাল।
গ্রেফতারকৃত আরিফ ইতোমধ্যে বিজ্ঞ আদালতে ঘটনার দায় স্বীকারে করে জবানবন্দি দিয়েছে। গ্রেফতারকৃত ইমরানের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ২টি মাদক মামলা, ১টি ডাকাতি মামলা ও ২টি দস্যুতা মামলা ও শ্যামলের বিরুদ্ধে ১টি ডাকাতির প্রস্তুতি মামলাও ২টি মাদক মামলা রয়েছে বলে যোগ করেন পুলিশের এ কর্মকর্তা।সূত্র:ডিএমপি
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |