আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:১৮
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সদ্য কারামুক্ত মির্জা আব্বাসের সহধর্মিনী, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহষ্পতিবার ভোর রাতে ওযু করতে বাথরুমে গেলে পা পিছলে বাথরুমের মেঝেতে পড়ে গুরুতর আহত হন এবং তাঁর ডান হাত ভেঙ্গে যায়। তাঁকে দ্রুত হাসাপাতালে নেয়া হলে অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা, এম আলীর নেতৃত্বে একদল চিকিৎসক আফরোজা আব্বাসের হাতে দুই ঘন্টাব্যাপী অস্ত্রোপচার করেন। বর্তমানে তিনি অধ্যাপক ডা. শাহবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডা. এম আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আফরোজা আব্বাসের পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী, মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীর কাছে গুরুতর আহত আফরোজা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তাঁর স্বামী মির্জা আব্বাস।
উল্লেখ্য, গত কয়েকমাস আগে আফরোজা আব্বাস বাথরুমে পা পিছলে পড়ে তাঁর পা ভেঙ্গে যায়। ফলে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছিলো তাঁকে।
এই বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসন এর মিডিয়া উইংসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দিন দিদার
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |