আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫৬
বিডি দিনকাল ডেস্ক:- গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব এম মনছুর আলী গতরাতে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। এম মনছুর আলীর মত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম মনছুর আলী গোপালগঞ্জ জেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার সাহসী ও বলিষ্ঠ ভূমিকা স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রাণিত করবে। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। তাঁর মৃত্যুতে গোপালগঞ্জ জেলা বিএনপিতে অপুরণীয় ক্ষতি হলো।”
শোক বার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মনছুর আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক বার্তা
অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সদস্য সচিব এম মনছুর আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) ।
শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, এম মনছুর আলীর ইন্তেকালে আমি তার পরিবারবর্গ, আত্মীয়-স্বজন, এলাকাবাসীর প্রতি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। গোপালগঞ্জ জেলা বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে এম মনছুর আলীর অবদান বিএনপি সব সময় শ্রদ্ধার সাথে স¥রণ করবে। তিনি শুধু বিএনপি‘র নেতাই ছিলেন না, গোপালগঞ্জে সর্ব শ্রেণী, পেশার মানুষের কাছে তার প্রশ্নাতীত গ্রহণযোগ্যতা ছিল। দলের নীতি-আদর্শের প্রতি অবিচল থেকে তিনি গণমানুুষের সাথে সম্পৃক্ত থেকেছেন এবং তাদের সুখ-দুঃখে নিরলসভাবে কাজ করেছেন। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত নসীব করেন।
ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদ‘র শোক বার্তা: এদিকে আরেক শোক বার্তায় ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েদ গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সদস্য সচিব এম মনছুর আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেছেন, বড়ো অসময়ে তিনি চলে গিয়েছেন । তার এই সময়ে চলে যাওয়ায় ব্যাপক শুন্যতার সৃষ্টি হয়েছে। এই শুন্যতার পূরণ হওয়ার নয়।
গোপালগঞ্জ জেলা বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে এম মনছুর আলীর অবদান বিএনপি সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।দলের নীতি-আদর্শের প্রতি অবিচল থেকে তিনি গণমানুুষের সাথে সম্পৃক্ত থেকেছেন এবং তাদের সুখ-দুঃখে নিরলসভাবে কাজ করেছেন এম মনছুর আলী।
এম মনছুর আলীর ইন্তেকালে আমি তার পরিবারবর্গ, আত্মীয়-স্বজন, এলাকাবাসীর প্রতি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |