- প্রচ্ছদ
-
- ঢাকা
- গোসাইরহাটে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত
গোসাইরহাটে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত
প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি:বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামীলীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে।
শনিবার ( ৮ এপ্রিল ২০২৩) বিকালে উপজেলা এলাকায় এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম। সভাপতিত্ব করেন, গোসাইরহাট পৌরসভা বিএনপির সভাপতি হাবিবুর রহমান ঘরামী। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে প্রধান অতিথি বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’কে মুক্ত করার লক্ষ্যে, এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে বিএনপির নেতাকর্মীরা সকল কর্মসূচি সফল করে চলছে। আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য করা হবে, ইনশাআল্লাহ।
Please follow and like us:
20 20