আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:১৯
আবুবকর সিদ্দিক , জয়পুরহাট প্রতিনিধিঃ- করোনা এই সংকটে ভিন্ন পরিস্থিতে আসা ঈদের আগে চৌকিদার বা গ্রাম পুলিশের পাশে দঁড়িয়েছেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা,তিনি ঈদ সামনে রেখে জেলার সব থানার প্রত্যকটি ইউনিয়নে দায়িত্ব পালনকারী এই গ্রাম পুলিশের পাশে দাঁড়িয়েছেন।
বুধবার দুপুরে পুলিশ লাইনস চত্বরে জেলার তিন শতাধিক গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী ( পাঞ্জাবী,লুঙ্গী,শাড়ী, স্যানিটাইজার,মাস্ক ) বিতরণ করা হয়। এসব ঈদ সামগ্রী তুলে দেন জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা।
জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা বলেন, গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকে। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে। তারা থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করে। এজন্যই তিনি ঈদ উপলক্ষে গ্রাম পুলিশের সদস্যদের উপহার দেওয়ার উদ্যোগ নেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সাজ্জাদ হোসেন,সহকারী পুলিশ সুপার পাঁচবিবি সার্কেলইশতিয়াক আলমসহ ৫টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |