- প্রচ্ছদ
-
- প্রবাসের সংবাদ
- গ্রীসে ভারি তুষারপাতে বিঘ্নিত হচ্ছে জনজীবন,তিনজনের মৃত্যু
গ্রীসে ভারি তুষারপাতে বিঘ্নিত হচ্ছে জনজীবন,তিনজনের মৃত্যু
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৩৩ পূর্বাহ্ণ
জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ : গত ১২ বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাতের রেকর্ড করা হয়েছে গ্রীসে । টানা দুই দিন ধরে ভারী তুষারপাতের ফলে, বরফের চাদরে ঢেকে গেছে রাজধানী এথেন্স সহ পুরো গ্রীস। যার ফলে তীব্র শীত ও প্রচন্ড তুষারপাতে বিপর্যস্ত হচ্ছে জনজীবন।এ পর্যন্ত তীব্র শীত ও বরফে আটকে গিয়ে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ।
বিঘ্নিত হচ্ছে যানবাহন চলাচল । টানা ভারী তুষারপাতের কারণে, রাস্তাঘাট ও যানবাহনে ৩/৪ইঞ্চি বরফের জমাট বাঁধে। কিছু কিছু অঞ্চলে প্রচণ্ড তুষারপাতে ফলে মানুষ ঘরবন্দী হয়ে পড়েছিল। এবং দক্ষিণ পূর্ব উপকূলের দ্বীপগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
কর্তৃপক্ষ অস্হায়ী ভাবে মহাসড়কের কয়েকটি বিভাগ বন্ধ করে দিয়েছে। এবং জনসাধারণকে অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতে অনুরোধ করেন।বিশেষজ্ঞদের ধারণা
করোনা কালীন সময়ে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের ফলে,করুনার প্রাদুর্ভাব আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে।
Please follow and like us:
20 20