আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:০১
চট্টগ্রাম : ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের বিমান চলাচল বিঘ্ন হয়েছে। ভিজিবিলিটি শূন্য থাকায় শনিবার একটি আন্তর্জাতিক ফ্লাইটসহ চারটি ফ্লাইট নির্ধারিত সময়ে বিমান বন্দরে অবতরণ করতে পারেনি।
জানা যায়, ঘন কুয়াশার কারণে ভিজিবিলিটি না থাকায় দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইট শাহ আমানতে অবতরণ করতে পারেনি। পরে বিমানটি সিলেটে অবতরণ করে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ম্যানেজার ফরহাদ হোসেন খান বলেন, ভিজিবিলিটি না থাকায় একটি আন্তর্জাতিকসহ চারটি ফ্লাইট নির্ধারিত সময়ে বিমান বন্দরে অবতরণ করতে পারেনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিলম্বে ফ্লাইটগুলো চট্টগ্রামে অবতরণ করে।
কুয়াশা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সোয়া ১১টায় ফ্লাইটটি সিলেট থেকে চট্টগ্রাম আসে। এছাড়া ঘন কুয়াশার কারণে ইউএস বাংলা, নভো এয়ার এবং বাংলাদেশ বিমানের একটি করে ফ্লাইট আড়াই ঘণ্টা বিলম্বে অবতরণ করে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |