আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩০
এম, এ কাশেম, চট্টগ্রাম : রিক্সার উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে জাহেদ আলী (৩৯) নামে এক চালক দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে অক্সিজেন মোড়ের গাউছিয়া তোরণের বাম পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জাহেদ আলীর বাড়ি রংপুর লালমনিরহাটে। তিনি চট্টগ্রাম নগরের ট্যানারির বটতল এলাকায় থাকতেন। বায়েজিদ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, খবর পেয়ে ১ম কল পানিবাহী গাড়ি ও ফোটন গাড়ি যোগে টিমসহ ওই আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে ফোটন গাড়ি করে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে সেখানে ভর্তি করানো হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক। এ রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব (রাত ৯টা) এ শেষ খবর পাওয়া য় ওই রিক্সা চালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |