আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২১
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউরী মোড়ে পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের সংঘষ ঘটর্নার অভিযোগ এনে নগরীর কোতোয়ালী থানায় ৪টি মামলা করেছে পুলিশ। আর এতে আসামী করা হয়েছে ১২১জনকে। সূক্র জানিয়েছে গত সোমবার রাতে পুলিশ বাদী হয়ে দায়েরকৃত মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার, দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপি’র আহŸায়ক ডাঃ শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর সহ ১২১ জনকে আসামী করা হয়। এ ছাড়া, অজ্ঞাতনামা আসামি করা হয় আরো ৪০০/৫০০ জনকে। এজাহারভুক্ত ২৪ আসামিকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে ঘটনাস্থল থেকে ১৬ জনকে এবং ওইদিন রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, পুলিশের দায়ের করা মামলা গুলোর মধ্যে কোতোয়ালী থানায় ৩টিতে এবং জেলা পুলিশের দায়ের করা অপর একটি মামলা। পুলিশের ওপর হামলার অভিযোগে দন্ডবিধি: ও সন্ত্রাস বিরোধী আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা গুলো দায়ের করা হয়।
এর মধ্যে সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস,আই আমজাদ হোসেন বাদী হয়ে দায়ের করা মামলায় ৯৬ জনের জনের নাম উল্লেখ করে ৪০০/৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ ছাড়া সার্জেন্ট চয়ন নাইড়ু বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে ২০০/২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে দায়ের করা মামলার বাদী মীরসরাই থানার এস,আই মোহাম্মদ আল আমিন। এতে ৩২ জনের নাম উল্লেখ করে ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।
মামলার এজাহারে বলা হয়, কোর্ট বিল্ডিং থেকে মীরসরাই যাওয়ার সময় গাড়িতে হামলা করে তারা। এতে ৪ পুলিশ আহত হয়। এ মামলায় ২১ নং আসামী করা হয় গোলাম আকবর খোন্দকারকে। তবে, ওই মামলার আসামী হওয়ায় বিস্ময় প্রকাশ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ‘বিডি দিনকাল’কে বলেন, গত ১০/১২ দিন ধরে আমি ঢাকায় অবস্থান করছি। এর মধ্যে চট্টগ্রামে একদিন ও যাইনি। এর পর ও মামলার আসামী হলাম! এ দিকে মামলায় সাইফুল নামে ছাত্রদলের পঙ্গু এক কর্মীকে ও আসামী করা হয়। সে মিছিলে ছিলো না দাবি করে তার পরিবার।
নগর বিএনপি’র আহŸায়ক ডাঃ শাহাদাত হোসেন বলেন, আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেয়ার জন্য পুলিশ উদ্দেশ্য মূলক ভাবে ব্যারিকেড দিয়ে লাঠিচার্জ করে। আমরা গণতান্ত্রিক যে আন্দোলন করছি সেটা যেনো পন্ড হয়ে যায় সে লক্ষ্যে পুলিশ পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে। তা না হলে অনুমতি থাকার পর ও মিছিল করতে বাধা দিবে কেনো ?।
ওয়ারেন্ট ছাড়া পুলিশ বাসায় তল্লাশি চালিয়েছেন অভিযোগ করে তিনি বলেন, মামলা হলে ও সার্চ ওয়ারেন্ট ছাড়া ঘরে/বাসায় প্রবেশ করা যাবে না। তা ছাড়া বাসায় মহিলারা ও থাকে। রাতে অভিযান চালানোর সময় কোনো মহিলা ফোর্স ও ছিলো না। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিলো নগর বিএনপির। নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে নূর আহম্মদ সড়কে সমাবেশের আয়োজন করা হয়। ৩টার দিকে কাজীর দেউরী মোড় থেকে নগর যুবদলের একটি মিছিল সমাবেশের উদ্দেশে রাওয়ানা হয়। মোড় পার হয়ে সামান্য আসতেই খোয়াজা হোটেলের সামনে পুলিশি বাধার মুখে পড়ে মিছিলটি। সেখানে পুলিশের ব্যারিকেড ছিলো। বাধা পেরিয়ে মিছিলের অগ্রভাগ চলে গেলে ও পেছনে যারা ছিলেন তাদের সাথে কথা কাটাকাটি হয় পুলিশের। এর জের ধরেই পুলিশের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রুপ নেয়। পরিস্থির কারনে আশ-পাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ, ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছুঁড়েছে পুলিশ এমন অভিযোগ ও বিএনপি’র। কিন্তু, পুলিশের দাবি ভিন্ন। তারা বলছে-বিএনপি নেতা-কর্মীরা তাদের ওপর ইপ-পাটকেল নিক্ষপ করতে থাকলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য লাটিচার্জ করে।
এ ঘটনাল ৪ টি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির সাংবাদিকদের বলেন, পুলিশের ওপর হামলার অভিযোগে দন্ডবিধি, সন্ত্রাস বিরোধী আইন এবং বিস্ফোরক আইনে সোমবার গভীর রাতে মামলা গুলো দায়ের করা হয়। এর মধ্যে জেলা পুলিশ ১ টি এবং কোতোয়ালী থানা পুলিশ বাদী হয়ে ৩টি মামলা করেছে।
গ্রেপ্তার করে যাদের কে কারাগারে প্রেরণ করা হয়েছে : কারাগারে পাঠনো ২৪ জনের মধ্যে ৬ জনকে বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪/৬ ধারার দু’টি মামলায় (নং ২৬ ও ২৭) গ্রেপ্তার দেখানো হয়। এরা হচ্ছেন –হাজী ওসমান গনি, আবদুল জলিল, মোঃ ইয়াছিন, মোঃ খালেক, মোঃ তানভীর ও মোঃ সাকিব। এ ছাড়া বাকিদের সন্ত্রাসী বিরোধী আইনে দায়ের হওয়া মামলায় (নং ২৮) গ্রেপ্তার দেখানো হয়। এরা হচ্ছেন – অলি আহাম্মদ, মোঃ সোহেল, মোঃ শাকিল, মোঃ আরিফ, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ নুর খান, মোঃ সোহেল, মোঃ আব্দুল হালিম, মোঃ খোকন, মোঃ. হানিফ, মোহাম্মদ তাহের জামাল, মোঃ সেলিম, মোঃ নুর উদ্দিন, শরীফ দিদার, মোঃ আবু তালেব শাকিব, আতাউল হক অপু, মিজানুর রহমান ও নুরুল আলম।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |