আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৫৯
এম, এ কাশেম, চট্টগ্রাম : চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভাস্থ ‘শেফা ইনসান হাসপাতাল’ এ মাত্র পাঁচ বছর বয়েসী এক শিশুর হার্নিয়া অপারেশনের সময় ডাক্তারের অবহেলায় মৃত্যুর অভিযোগ উঠেছে। যেটিকে হত্যা বলে দাবি করছে শিশুর পরিবার। অথচ, হাসপাতালের কর্ণধার ডাক্তার (অব:) এস, এ ফারূক বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করাতে বিভিন্ন টালবাহানার চেষ্টা করে যাচ্ছে বলে ও একাধিক জন সাংবাদিকদের জানান। সূত্র জানায়, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে উক্ত সেফা ইনসান হাসপাতালটিতে। অপারেশন টেবিলে শিশুটির মৃত্যু হয়েছে নিশ্চিত হয়ে হাসপাতাল এর স্বত্ত্বাধিকারী এস, এ ফারুকের নির্দেশে মৃত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। শিশুটির পরিবার বিষয়টি অনুধাবন করতে পেরে ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করলে উক্ত ডাক্তার রিগান তার ভুল স্বীকার করেন বলে সূত্র থেকে জানা গেছে। হাসপাতাল এর মালিক এস, এ ফারুকের প্রভাব বিস্তার করা উক্ত হাসপাতালের ডাক্তার নামক ওই আনাড়ি ব্যাক্তিদের ভুল এর কারণে ইতিপূর্বে আরো বহুবিধ: ঘটনার জন্ম হয় সেখানে! হাসপাতালের মালিক এস, এ ফারুকের টাকা কামানোর মেসিন হিসেবে খ্যাত উক্ত সেফা ইনসান হাসপাতালটিতে নিয়োগ দেয়া ডাক্তার ভুল এ মৃত্যু বরণকরা শিশুর নাম মোঃ শাফায়েত হোসেন। শিশু টি মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ লুদ্দাখালি এলাকার মোঃ শহিদুল্লাহর পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি সুরাহা করতে বর্তমানে শেফা ইনসান হাসপাতালের মালিক এস, এ ফারুক শিশুটির পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে ম্যানেজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ও পাওয়া তথ্য প্রকাশ। ঐ এলাকার ওয়ার্ড মেম্বার মুক্তার জোরারগঞ্জ থানা পুলিশ ও অবগত রয়েছে বলে শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন ও থানা পুলিশ উক্ত সেফা ইনসান হাসপাতালের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে তা জানা যায়নি। এলাকার লোকজন উক্ত বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |