এম, এ কাশেম, ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম ব্যুরো : রপ্তানী বাণিজ্যে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ সরকারের বাণিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ ব্যাক্তি (সিআইপি) নির্বাচিত হলেন চট্টগ্রামের শীর্ষ গ্রুপ প্রতিষ্ঠান ‘ক্লিফটন গ্রুপ’র পরিচালক ও সিইও, মীরসরাইয়ের কৃতি সন্তান, মসজিদিয়া চৌধুরী পরিবারের ছোট ছেলে এমডি এম মহিউদ্দিন চৌধুরী । প্রতিবছর সিআইপি নির্বাচিত হয়ে নিজ গ্রাম্য এলাকা মীরসরাই ছাড়িয়ে পুরো চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশের জন্য বয়ে আনছেন বিরল সম্মান ও বিপুল পরিমানের বৈদেশিক মুদ্রা। উল্লেখ্য, মহিউদ্দিন চৌধুরী বর্তমানে বিজিএমইএ এর পরিচালক , লায়ন ডিষ্ট্রিক্ট ৩১৫ বি৪ এর ডিষ্ট্রিক্ট গভর্ণর (ইলেক্ট) হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স , বাংলাদেশ ইকোনোমিক জোন ইনভেষ্টর এসোসিয়েশন (বেপজিয়া) বিইএমইএ সহ অসংখ্য প্রতিষ্ঠানে কাজ করছেন তিনি । তার এমন বিরল সম্মাননা য় তার নিজ গ্রামের বাড়ি এলাকা মীরসরাই উপজেলার অধিবাসীদের মধ্যে আনন্দের বন্যা বইয়ে যাওয়ার উপক্রম হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকার সারা দেশে মোট ১৪০ জন ব্যবসায়ী কে সিআইপি’র তালিকায় অন্তর্ভুক্ত করেন। তার মধ্যে শুধু চট্টগ্রামের- ই রয়েছেন ১৭ জন ব্যবসায়ী। আর ওই ১৭ জন এর মধ্যে সর্বাল্লেখযোগ্য তালিকায় রয়েছেন মীরসরাই উপজেলার অধিবাসী ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এবং গ্রুপ প্রতিষ্ঠান ‘ক্লিফটন গ্রুপ’র অন্যতম: পরিচালক মহিউদ্দিন চৌধুরী।