আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:১৬
এম, এ কাশেম, চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে মীরসরাই সদর পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব গোভনিয়া, প্রকাশ আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সাদিয়া আক্তার (২০)। তিনি সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কাজীপাড়া এলাকার মোঃ খান সাব মিয়ার কন্যা বলে পারবিারিক সূত্রে প্রকাশ। এ ঘটনায় তার স্বামী তাজুল ইসলাম রুবেলকে আটক করেছে পুলিশ। পুলিশের হাতে আটক রুবেল মীরসরাই সদর পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব গোভনিয়া, প্রকাশ আমবাড়িয়া এলাকার সিরাজুল হকের পুত্র নিশ্চিত হওয়া গেছে। নিহতা সাদিয়ার শ্বশুড় বাড়ির লোকজন এ ঘটনাকে আত্মহত্যা বললে ও তার পরিবারের দাবি, যৌতুকের জন্য তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিলো। উভয়ের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ বছর পূর্বে রুবেলের সাথে সাদিয়া আক্তারের ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। আর এতে উসুল দেখানো হয়েছিলো ১ লাখ ৫০ হাজার টাকা মাত্র। তখন মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়ায় বিবাহের কাবিন রেজিস্ট্রি করা হয়নি। পরবর্তীতে যখন মেয়ের বয়স ১৮ হবে তখন কাবিননামা রেজিষ্ট্রারি করা হবে বলে জানানো হয়। নিহতা সাদিয়ার মামী মর্জিনা আক্তার স্থানীয় সাংবাদিকদের জানান্ল, ‘সোমবার সকাল ১০টার দিকে সাদিয়া তার মাকে ফোন করে জানায়, আজকের মধ্যে ৯০ হাজার টাকা না দিলে আমাকে ওরা প্রানে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে। তখন তার মা বলেন, আমার কাছে তো এই মুহুত্বে টাকা নাই। তবে, অন্য কারো কাছ থেকে টাকা নিয়ে বুধবারের মধ্যে দিয়ে আসবো।’ তিনি আরও বলেন, ‘এরপর দুপুরে দোকানের লোকজন এসে আমাকে বলে, আপনার ভাগনি আত্মহত্যা করেছে। তখন আমি গিয়ে দেখি, খাটের ওপর ফ্যানের সাথে ঝোলানো অবস্থায় একটা মোড়ার ওপর এক পায়ের হাঁটু বাঁকা অবস্থায় আছে সাদিয়ার মরদেহ। আত্মহত্যা করলে মোড়াতো সরে যাওয়ার কথা। সে যদি আত্মহত্যা করে তাহলে দরজা ভেতর থেকে লাগানো থাকার কথা। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার ও কথা। কিন্তু, মোড়া ও সরেনি এবং দরজার ও তো কোনো ক্ষতি হয়নি। তাহলে সে কি ভাবে আহ্মহত্যা করলো? তিনি বলেন, আমার ভাগনিকে সিঙ্গারার সাথে কিছু মিশিয়ে দিয়ে খাওয়াইয়ে মেরে ফেল লাশ ঝুলিয়ে রেখে আহ্মহত্যা বলে চালিয়ে দিতে চাইতেছে তারা ! এলাকার ভূইয়া স্টোর থেকে একটি মাত্র সিঙ্গারা নিয়েছিলো তার স্বামী রুবেল এবং তা তাকে খাাইয়ে ও দিয়েছিলো বলে জানতে পারি।’ এ প্রসঙ্গে মীরসরাই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘খবর পেয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে, এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়না তদন্তের পর জানা যাবে তা হত্যা নাকী অত্মহত্যা। তবে, প্রাথমিক ভাবে এ ঘটনায় নিহতা সাদিয়ার স্বামী তাজুল ইসলাম রুবেলকে আটক করা হয়েছে। এ ছাড়া ও আত্মহত্যার প্ররোচণায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা ও দায়ের করা হতে পারে বলে ও জানান্ দেন্ তিনি।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |