আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪১
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বার ইয়ার হাট পৌরসভার চিনকী মোস্তান শাহ (রঃ) মাজারের সম্মুখস্থ মানবিক সেবা মূলক প্রতিষ্ঠান ‘শেফা ইনসান’ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (মালিক) ও শিশু বিশেষ্য ডাঃ এস, এ ফারুক’র সৌজন্যে প্রায় হাজারোধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে। মানবধর্মী সেবামূলক ওই কর্ম সূচি টি অনুষ্ঠিত হয় গতকাল সকাল ৭ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। বিনামূল্যে চিকিৎসাৎসা সেবা ক্যাম্পেইনটি মীরসরাই উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের লায়ন প্রফেসর ডাঃ এস. এ ফারুকের বাড়িতে -ই অনুষ্ঠিত হয়। লায়ন প্রফেসর ডাঃ এস. এ ফারুকের সৌজন্যে এবং লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই এবং চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল সার্বিক ব্যবস্থাপনায় এমন মানবিক ধর্মীয় কর্মে এলাকার নারী-পুরষ মহা খুশি। সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে ছিলো বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা, অপারেশনযোগ্য চক্ষু রোগীদের বাছাই করে অপারেশনের ব্যবস্থা, চশমা প্রদান, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা। প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। কেম্পেইনে উপস্থিত ছিলেন চিকিৎসা সেবা ক্যাম্পেইনের উদ্যোক্তা লায়ন প্রফেসর ডাঃ এস. এ ফারুক, লায়ন্স ক্লাবের জোন চেয়ারপার্সন লায়ন ইলিয়াস সিরাজী, লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাইয়ের সভাপতি লায়ন মঈন উদ্দিন, লিও জেলা ৩১৫ বি-৪ এর কোষাধ্যক্ষ লিও শওকত হোসেন, লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাইয়ের সেক্রেটারী লিও আব্দুল নঈম রাহাত, লিও মিনহাজ, আলা উদ্দিন, তপু, জাহিন, সাইদুল, ইমন প্রমুখ। বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইনের উদ্যোক্তা লায়ন প্রফেসর ডাঃ এস.এ. ফারুক বলেন, ‘সকাল ৭ টা থেকে শুরু হওয়া ক্যাম্পেইন চলে দুপুর ২ টা পর্যন্ত। এসময় অপারেশনের জন্য দেড় শতাধিক চক্ষু রোগী চিহ্নিত করা, প্রায় ১ হাজার রোগীকে চিকিৎসা সেবা, ২ শতাধিক রোগীর মাঝে চশমা বিতরণ, ৬ শতাধিক ব্যক্তির ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা এবং অর্ধ লক্ষাধিক টাকার ওষুধ বিতরণ করা হয়। জনস্বার্থে আগামীতেও এমন উদ্যোগ গ্রহণ করা হবে বলে ও জানান দেন তিনি।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |