আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৯
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : চট্টগ্রামের মীরসরাই উপজেলার নির্যাতিত ও মিথ্যে- সাজানো মামলার আসামি হয়ে জেল-হাজতে থাকা ছাত্রদল নেত্রী ‘নাদিয়া নুসরাত’ জামিন পাওয়া থেকে বঞ্চিত হতে হলো কেনো বিএনপি সমর্থিত আইনজীবীরা বলবেন কি একটু এমন প্রশ্ন রেখেছেন দল নিবেদিত অসংখ্য নেতা-কর্মী।ঘটনার সারসংক্ষেপ, গত ১৪ জুন চট্টগ্রাম শহরের কাজীর দেউরিতে অনুষ্ঠিত বিএনপি’র ‘তারুণ্যের সমাবেশ’ এ যোগদান করে মিছিলের অগ্রভাগে থাকা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত ওইদিন প্রোগ্রাম শেষে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার প্রাক্কালে প্রতিমধো তার প্রতিপক্ষ রাজনৈতিক দল’র ক্যাডারদের ঘৃন্য লালসার শিকার হয়। শারীরিক ও মানসিক লাঞ্ছিত, অপমানিত এবং শেষোতক পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে যাওয়া মীরসরাইয়ের ওই ছাত্রদল নেত্রী ‘নাদিয়া নুসরাত’কে ৫ দিন পর সোমবার (১৯ জুন) চট্টগ্রামের আদালতে জামিন শুনানির জন্য তোলা হয়। অনেকেরই ধারণা ছিলো- যেহেতু তাকে লাঞ্ছিত ও অপমানিত করা এবং কোনো বাদ-বিচারহীন পুলিশি গ্রেপ্তারের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ চলমান রয়েছে। এবং চট্টগ্রামে দলীয় ভাবে সংবাদ সম্মেলন করে অবিলম্বে তাকে শারীরিক ও মানসিক ভাবে হেনস্তাকারী ক্ষমতাসীন দলীয় ক্যাডারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন এবং তাকে সহযোগিতা না করে উল্টো ক্ষমতাসীন দলীয় নেতাদের মন খুশি করার আতি উৎসাহি হয়ে ঠুনকো মামলার অজুহাতে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানোর সাথে জড়িত পুলিশের বিচার দাবি করা হয়েছে সেহেতু বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করবেন। কিন্তু না, তার জামিন মঞ্জুর করা হয়নি!
ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত’র জামিন কেনো করিয়ে দেয়া গেলো না এজন দলের সাধারণ নেতা-কর্মীরা অত্যন্ত ক্ষোভের সাথে বিএনপি সমর্থিত আইনজীবীদেরকে দুষছেন।
অনেকেই বলছেন, সারাদেশে খুন-খারাবি সহ নানাবিধ: ঘটনা-অঘটনের ডজন ডজন মামলার আসামিরা খুব সহজেই জামিন পেয়ে যেতে পারলে সামান্য একটা বিষ্ফোরক মামলার আসামি (যদি ও বা দল থেকে বলা হচ্ছে মিথ্যা ও সাজানো মামলা) হয়ে জেল হাজতে থাকা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত কেনো জামিন পাওয়া থেকে বঞ্চিত হতে হলো? শুধুমাত্র একটি উপজেলা ( চট্টগ্রামের মীরসরাই) ছাত্রদল নেত্রীর ওপর এমন বর্বরোচিত ঘটনা এবং বাদ-বিচারহীন পুলিশি গ্রেপ্তার’র প্রতিবাদে সারাদেশ বাদ-প্রতিবাদে উত্তাল হওয়ার পর ও এবং চট্টগ্রামে সাংবাদিক সম্মেলন করে অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে এবং পূলিশের ও পক্ষ পাতিত্বের অভিযোগ এনে দ্রুত বিচার দাবি করে এবং প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত থাকার পর ও তার জামিন না হওয়ার কারণে ঘটনা কারীরা এবং অন্যরা ও আরো আস্কারা পেয়ে যাওয়ার কথা নয় কি ?
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |