আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৫৬
এম, এ কাশেম, ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে শেখ ফরিদ মেম্বার নামে এক মৎস খাদ্য ব্যবসায়ীকে গুলি করে ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে নিয়েছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে প্রায় ১১টার দিকে মীরসরাই উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট সড়কের আজমপুর বাজারের দক্ষিণ সন্নিকটে এই ঘটনা ঘটে বলে ভূক্তভোগী ফরিদ মেম্বার স্থানীয় সাংবাদিকদের জানান। গুলিতে আহত শেখ ফরিদকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তান নগর হাসপাতালে নিয়ে ভর্তি করায়। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন সহ জোরারগঞ্জ থানা পুলিশ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত: চিকিৎসক ডাঃ রাজু জানান, শেখ ফরিদের পেটের ডানপাশে গুলি লেগে চামড়া ছিঁড়ে গুলি বের হয়ে যায়। ক্ষত:স্থান পরিস্কার করে ঔষধ দেয়া হয়েছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত বলে ও জানান দেন ডাঃ রাজু। ছিনতাই কারীদের গুলিতে আহত ও ৯ লাখ ৭০ হাজার টাকা খোয়া যাওয়া মৎস এবং খাদ্য ব্যবসায়ী শেখ ফরিদ মেম্বার স্থানীয় সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘শেখ ফরিদ মৎস ফিড’ দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে আজমপুর বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা হই। বাড়ির কাছাকাছি পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা মোটরসাইকেল যোগে হেলমেট পরা দু’জন ছিনতাইকারী হঠাৎ আমাকে লক্ষ করে দু’ রাউন্ড গুলি করলে একটি লক্ষভ্রষ্ট হয় এবং আরেকটি গুলি এসে আমার গায়ে লাগলে আমি সড়কে ছিটকে পড়ি। এ সময় আমার সাথে থাকা ৯ লাখ ৭০ হাজার টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |