আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৯
এম, এ কাশেম : যার মননশীলতা যতো-ই গভীরে তার প্রতি আল্লাহর ভালোবাসা যতো-ই নিকটে। আল্লাহর এমন ভালোবাসা যাদের জন্য নিহিত রয়েছে তারা হলেন পরোপকারী। আল্লাহ পরোপকারী ব্যাক্তিদের মধ্যে যাদের কে সু’শীতল ছায়া দিয়ে আগলিয়ে রাখেন তারা নিজেরা অবশ্যই সুখী। এবং তাদের ভালো কর্মের বেনিফিট স্বরূপ আল্লাহ তাদের মা-বাবা, ভাই-বোন, স্ত্রী, ছেলে-মেয়েদের ওপর ও সুখ-শান্তির ‘পরশ’ বুলিয়ে দেন। এমন সত্যতা সম্পর্কিত বিষয় ভিত্তিক জ্ঞান-বুদ্ধি স্ব-যত্নে লালন করেন কয়জনে? এই মিছে দুনিয়ার বুকে আল্লাহ মানুষ হিসেবে সৃষ্টি করে যতো জনকে পাঠিয়েছেন তাদের মধ্যে সর্বোত্তম: ব্যাক্তিরা হলেন তারা, যারা নিজেদের মধ্যে আল্লাহ প্রদত্ত আর্থিক সামর্থ্যের মধ্যে অভাবী, অসহায় ও বিভিন্ন সমস্যার আবর্তে ডুবে থাকাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর আল্লাহর ভালোবাসার ‘কারিশমা’তে তারা-ই জয়ী যারা অসহায়-অভাবী মানুষের মুখে হাসি ফুটাতে নিজেদের হস্তখানা আগ বাড়িয়ে দেন। দেশ-গ্রামে এখনো সে রকম দানশীল ও দয়ারান মানুষের বিলুপ্ত ঘটেনি। অনেক-ই রয়েছেন সে রকম মন- মানসিকতার। হয় তো বা তাদের কে খুঁজে পাওয়া ও দুস্কর। আর খুঁজে নেয়ার মানসিকতা সম্পন্ন মানুষের ও রয়েছে ঢের অভাব। অনেক-ই আছেন নিজেদের নাম জাহির করার মানসে এবং যাদের কে দিবেন তাদের মন খুশি করার জন্য-ই শুধু প্রকাশো কোনো না কোনো ভাবে তা করে থাকেন! আবার এমন ও ব্যাক্তি বিশেষ রয়েছেন তারা কাউকেই নয় কেবলমাত্র আল্লাহ্ কে খুশি করার জন্য সম্ভব অনুযায়ী তা করে থাকেন। তেমন-ই এক দয়াবান ও পরোপকারী ব্যাক্তির নাম শোনা গেলো। যিনি দেশের বাইরে থেকে ও প্রায় সময় এলাকার অসহায়-অভাবীদের খবরাখবর রাখার চেষ্টা করে থাকেন। এবং তিনি আল্লাহ প্রদত্ব তার আর্থিক সামর্থ্যর মধ্যে থেকে সম্ভবপর: কিছু না কিছু দিয়ে উপকারের হস্ত প্রসারিত রাখার চেষ্টা করে যাচ্ছেন।
চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন মীরসরাই উপজেলার ৪নং ধুম ইউনিয়নের অধিবাসী মোহাম্মদ ইব্রাহিম মির্জা থাকেন আবুধাবি তে। তার সাথে কোনো দিন এ প্রতিবেদকের দেখা না হলে ও কিন্তু লোক মুখে শোনা যায়, তিনি দেশ-গ্রামে থাকাবস্থায় ও যতোদূর সম্ভব মানুষের উপকারে নিজেকে সচেষ্ট রাখতেন প্রায় সময়। আর বিদেশ যাওয়া পর ও সম্ভব মোতাবেক সে কর্ম অটুট রেখে অনেকের আস্থার দাবি রাখার আসন অলংকৃত করে রেখেছেন। হয়তো বা ইব্রাহিম মির্জা’র মতো আরো অনেকই রয়েছেন। তবে, হাতে গোনা যে কয়জন রয়েছেন তাদের মধ্যে ইব্রাহিম মির্জা অগ্রগন্য বলে ও অনেকের মুখ থেকে শোনা যায়/যাচ্ছে।
লেখা : সাংবাদিক/ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |