আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪৭
এম, এ কাশেম \ চট্টগ্রামঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার আধুনগর ডলুব্রীজের পাশে ট্রাক চাপায় প্রাণ হারালেন নেজামুল হক মাসুম (৩২) নামের এক সাংবাদিকের।
স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন আধুনগর ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন।
সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক মাসুম সাতকানিয়া গাটিয়াডাঙ্গার মাস্টার নুরুল হকের পুত্র বলে টারিবরিক সূত্র নিশ্চিত করেছে। নিহত সাংবাদিক নেজমুল হক অনলাইন নিউজ পোর্টাল ‘সিটিজি সংবাদ ডট কম’র সাতকানিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত: ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৩০জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে চকরিয়ারস্থ নিজ কর্মস্থল থেকে বাইক যোগে সাতকানিয়ার নিজ বাড়িতে ফিরছিলেন মাসুম। প্রতিমধ্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার আধুনগর ডলু ব্রীজ এলাকায় পৌঁছালে দ্রæতগামী ঘাতক একটি ট্রাক তার বাইকটি কে চাপা দেয়। এতে সংবাদকর্মী মাসুমের মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
স্থানীয় অধিবাসীরা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জানান, আমরা সড়ক দুর্ঘটনায় একজন সংবাদকর্মীর নিহত হবার খবর পেয়েছি। বিষয়টি খুব দুঃখজনক এবং ড্রাইভারকেও গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
এ বিষয়ে সংবাদ মাধ্যমকে দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি আবদুর রব জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ ও লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটির চালক এখনো পলাতক রয়েছে।
সাংবাদিক মাসুমের মৃত্যুতে স্থানীয় সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সর্বস্তরর মিডিয়াকর্মীরা।
তারা দাবি জানান, মাসুমের হত্যার সাথে জড়িত ড্রাইভারকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং মাসুমের পরিবারকে ক্ষতিপুরণ দেয়ার ব্যবস্থা করতে ও হবে। এদিকে সংবাদকর্মী মাসুমের সড়ক দুর্ঘটনায় নিহত হয়ার খবরটি কোনো পরিকল্পিত হত্যাকান্ড কিনা সেটাও প্রশাসনকে খতিয়ে দেখার জন্যে দাবি জানান গণমাধ্যমকর্মীরা।
শোক্: সহযোদ্ধা/সাংবাদিক নেজামুল হকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ‘দৈনিক দিনকাল’ পত্রিকার নিজস্ব প্রতিনিধি (উত্তর চট্টগ্রাম) সাংবাদিক এম, এ কাশেম। এবং ‘বাংলাদেশ দিনকাল’ (বিডি দিনকাল) পত্রিকা পরিবারের পক্ষে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুল হাসান বাবলু ও চট্টগ্রাম প্রতিনিধি এম, এ কাশেম। সাংবাদিকদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক্ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |