আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪১
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি জলি সরকারি গাড়ি ব্যবহার করে নৌকা প্রতীক এর নির্বাচনী প্রচারণা চালিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে মুচলেকা দিয়ে পার পেয়ে গেলেন গতকাল দুপুরে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রফিকুল ইসলামের দপ্তরে হাজির হয়ে ওই মুচলেকা দেন তিনি।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকালে তিনি নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সরকারি গাড়ি ব্যবহার করেছিলেন। এবং গত রোববার এ নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে জাতীয় পার্টির পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়। অভিযোগ আমলে নিয়ে ওইদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
এদিকে গত সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী এস এম আল মামুন বলেন, সরকারি গাড়ি কিংবা কর্মীকে নিয়ে নির্বাচনী প্রচারে গেলে আচরণবিধি লঙ্ঘিত হয়, তা সবাই জানেন। কেউ যদি ইচ্ছা করে নৌকার ব্যানার– পোস্টার হাতে নিয়ে আচরণবিধি ভঙ্গ করেন, তার দায় আওয়ামী লীগ কিংবা নৌকা প্রতীকের নয়।
মুচলেকায় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জয়নব বিবি জলি উল্লেখ করেন, নির্বাচন পরিচালনায় সরকারি গাড়ি ব্যবহারের বিষয়টি আচরণবিধির বিরুদ্ধ, তা তার জানা ছিলো না। এ ধরনের কাজ করায় তিনি অনুতপ্ত। তিনি ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না।
ইউএনও কে এম রফিকুল ইসলাম বলেন, লিখিত মুচলেকা দেয়ায় এবারের জন্য তাকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |