আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৩০
এম, এ কাশেম \ চট্টগ্রামঃ উত্তর চট্টগ্রামের সীতাকুন্ডে পারিবারিক অশান্তিতে স্বামী তার স্ত্রীকে ধারালো ছুরিকাঘাতে হত্যা করার পর নিজে ও আত্মহত্যার পথ বেচে নিলেন। অবশ্য স্ত্রী কে সে চুরিকাঘাত করে জখম করার পর নিজে ও আত্মহত্যার উদ্দেশ্যে নিজেই বিষ পান করে ফেলেন।
ঘটনাটি টের পেয়ে আশ-পাশের লোকজন তাকে দ্রæত মেডিকেলে নিয়ে ভর্তি করান। একদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুও কোলে ঢলে পড়েন তিনি।
প্রাপ্ত সংবাদে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় স্বামী ওমর শরীফ মত্যুুবরণ করেন।
এর আগে সোমবার (২৮ জুন) সকালে একই হাসপাতালে মৃত্যুবরণ করেন স্ত্রী পেয়ারা বেগম।
চমেক হাসপাতালে কর্মরত: জেলা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার জানান, ওমর শরীফ নামে এক ব্যক্তি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মত্যুুবরণ করেছেন। স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার পর বিষপান করে এবং নিজের পেটে নিজেই ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই ব্যক্তি। পরে হালিশহর টোল রোড ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন হালিশহর থানা পুলিশ।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রোববার রাতে হালিশহর টোল রোড ফিলিং স্টেশনে বিষপান করে নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা কওে ওমর শরিফ নামে ওই ব্যাক্তি। এ অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, গত রোববার সকাল ৮টার দিকে ওমর শরীফ সীতাকুন্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়ায় গিয়ে স্ত্রীকে সংসার করতে চাপাচাপি করেন। কিন্তু স্ত্রী পেয়ারা বেগম সম্পর্ক রাখবেন না জানালে ক্ষিপ্ত হয়ে ওমর তাৎক্ষণিক স্ত্রীর তার পেটে ছুরি দিয়ে আঘাত করেন। এরপর সে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা পেয়ারা বেগমকে উদ্ধার করে চমেক হাসপতালে নিয়ে ভর্তি করেন। রাতে তার অপারেশন হয়। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সকাল ৭টায় তার মত্যু হয়।
ওমর শরীফ ও পেয়ারা বেগমের সংসারে ২টি কণ্যা সন্তান রয়েছে। বড় মেয়ের বয়স ৮ ও ছোট মেয়ের বয়স ৫ বছর। গত ১৭ দিন আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
সীতাকুন্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, তালাকনামা পেয়ে ক্ষুব্দ ওমর শরীফ গত রোববার সকালে পেয়ারা বেগমের বাবার বাড়িতে যান। এসময় দু’ জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ওমর শরীফ তার স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গত রোববার ওমর শরীফের বিরুদ্ধে পেয়ারা বেগমের ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
সুমন বণিক আরও বলেন, ওমর শরীফ বিষপান ও ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। যার কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি। তবে, হাসপাতালে পুলিশের নজরদারিতে ছিলেন তিনি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |