আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:১৯
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : মো. আরাফাত (২২)। তিন ভাই দুই বোনের বোনের মধ্যে সকলের বড়। আগামী ৪ অক্টোবর তার মেহেদী এবং ৫ অক্টোবর বিয়ের দিন তারিখ চূড়ান্ত হয়েছে। চলছে বিয়ের প্রস্তুতি। এর মধ্যে গতকাল সকালে হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। তাকে গোসল দিতে আসেন চাচাতো ভাই মো. আজম (৩০)। সেখানেই তার বুকে ব্যথা ওঠে। হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। গতকাল সোমবার সকালে হাটহাজারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের আজিম পাড়ার সাব্বির বাপের বাড়িতে এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আরাফাত স্থানীয় মরহুম মুছা সওদাগরের পুত্র। তার চাচাতো ভাই আজম একই এলাকার মো. নূরুল ইসলামের পুত্র। জানা গেছে, আরাফাতের জন্য পার্শ্ববর্তী ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রাম থেকে কনে ঠিক করা হয়েছিল। গত শুক্রবার কনে পক্ষের সাথে বিয়ের কথাবার্তাও চূড়ান্ত হয়। কনের বাড়িতে যাওয়ার জন্য গত রোববার রাতে আরাফাত ও আজম হাটহাজারী বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রীও ক্রয় করেছেন। গতকাল সোমবার সকালে আরাফাত তার মাকে চা নাস্তা দেওয়ার কথা বলে শৌচাগারে যান। কিন্তু দীর্ঘক্ষণ পরও শৌচাগার থেকে বের না হওয়ায় তার মা তাকে ডাকতে থাকেন। ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে দরজা ভেঙে দেখা গেল আরাফাত সেখানে লুটিয়ে পড়ে আছেন। উপস্থিত স্বজনেরা তাকে উদ্ধার করে পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আরাফাতের মৃত্যুর সংবাদ পেয়ে তার প্রতিবেশী চাচাতো ভাই মো. আজম ছুটে আসেন। ছোট ভাইকে গোসল দিয়ে তিনি সেখানেই অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনায় বাড়িতে বিয়ের আনন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে আসে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |