আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:২৯
‘বিডি’ দিনকাল চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে অর্থ আত্মসাৎ মামলায় হাটহাজারীর আওয়ামী যুবলীগ নেতা মোঃ আলতাফ হোসেনকে এক বছরের সশ্রম কারাদন্ডও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। তিনি হাটহাজারী থানার নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবলীগের আহŸায়ক।
রোববার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ জেসমিন আক্তার কলির আদালত এ রায় দেন। রায়ের সময় মোঃ আলতাফ হোসেন অনপুস্থিত ছিলেন। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মোঃ আলতাফ হোসেন হাটহাজারী থানার নাঙ্গলমোড়া ২নং ওয়ার্ড জাফর হামজার বাই লেইন এলাকার শামসুল আলমের পুত্র বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদি ফটিকছড়ির বাসিন্দা মোহাম্মদ পারভেজের পূর্ব পরিচিত মোঃ আলতাফ হোসেন। সে হিসেবে পারভেজ থেকে ১০ লাখ টাকা ধার নেন মোঃ আলতাফ হোসেন। ১০ লাখের বিপরীতে মোঃ পারভেজকে ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরের ইসলামী ব্যাংক আন্দরকিল্লা শাখার ১০ লাখ টাকার চেক দেন। একই বছরের ২৬ সেপ্টেম্বর ব্যাংক চেকটি ডিজঅনার ¯িøপ সহ মামলায় বাদিকে ফেরত দেন। পাওনা টাকা দেয়ার কথা বলে বলে অহেতুক সময় নষ্ট করেন আলতাফ।
এর পর ২০১৯ সালের ৭ নভেম্বর আদালতে মামলা করেন পারভেজ। এ মামলা ছাড়া ও মোঃ আলতাফ হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ১২টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে বলে বলে প্রাপ্ত সূত্রে জানা গেছে।
মামলার বাদি পক্ষের আইনজীবী এডভোকেট অর্ণব তালুকদার জানান, টাকা আত্মসাতের মামলায় হাটহাজারী থানার নাঙ্গলমোড়া ইউনিয়নের মোঃ আলতাফ হোসেনকে এক বছরের সশ্রম কারাদন্ড ও ১০লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |