আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪৯
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল ” চট্টগ্রাম : বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিগত ১৪/১৫ বছর চট্টগ্রাম শহরের বিএনপি কার্যালয় ‘না সিমন ভবন’র ছোট্ট পরসিরের জায়গা ব্যাতিরেকে অন্য কোনো জায়গায় বিএনপি কে সমাবেশ করতে না দেয়া দলটি চট্টগ্রাম শহরের অধিক গুরুত্বপূর্ণ জায়গা ‘কাজীর দেউরি’তে গত ১৪ জুন বুধবার বিকাল ৩ টায় সমাবেশ করার সৌভাগ্য অর্জন করে সর্ব মহলকে দেখিয়ে দিলো বিএনপির জনশ্রোত। বিএনপি কে মানুষ আজও কতো ভালোবাসে তার দৃষ্টান্ত স্থাপন করে ক্ষমতাসীন যদি সহ দেশী-বিদেশী সবাই কে দেখিয়ে দিলো ক্ষমতা য় না থাকার পর ও মানুষ বিএনপি কে কতো ভালোবাসে। শুধুমাত্র চট্টগ্রাম শহর নয়, শহর ছাড়িয়ে জেলার কোনো উপজেলায় ও বিএনপি বিগত ১৪/১৫ বছর কোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল করতে পারেনি। গতকাল অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশ’ এ বিএনপির নির্যাতিত-নিপেড়িত সাধারণ নেতা-কর্মীরা বাঁধভাঙ্গা উচ্ছাসে এক অভূতপূর্ব মিলনমেলা ঘটিয়ে সরকার ও প্রশাসনকে দেখিয়ে দিলো বিএনপি’ই এ দেশের একমাত্র সর্ব বৃহৎ শক্তি। চট্টগ্রাম মহানগর ছাড়া ও চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার সব উপজেলা থেকে আগত মিছিল সমগ্র শহরকে সরগরম করে তোলে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও জেলার (উত্তর) আওতাধীন মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাজারো নেতা-কর্মী সমবেত শহরের ‘সিআরবি’ এলাকায় সমাবেশে অংশগ্রহণের প্রস্তুতি পূর্ব এক সংক্ষিপ্ত সভা শেষে মিছিল সহকারে সমাবেশস্থল ‘কাজীর দেউরি’তে গিয়ে মিশে যায়। সমাবেশস্থলে যোগদান করতে যাওয়া মিছিল গুলোকে শহরের বাসিন্দা বিভিন্ন বাসা/বাড়ি, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অফিস ও কলকারখানা সহ প্রায় সবাই করতালি দিয়ে স্বাগত জানাতে দেখা যায়। এতে মনে করা চলে, মানুষ বর্তমান সময়ে কতোটা অসহায় হয়ে বিএনপিকে সমর্থন দিচ্ছে। বিএনপি আগামীতে সরকার গঠন করে মানুষের হারানো মৌলিক অধিকার ফিরিয়ে দিতে প্রস্তুত। এমনটি সমাবেশে আগত কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে ও ফুটে উঠেছে। এতো মানুষের সমাগম/ উপস্থিতি কেবল বিএনপি-ই করতে/করাতে বা দেখাতে পারে এমন জোরালো বক্তব্য ও রেখেছেন সমাবেশে বক্তব্য প্রদানকারী দলের শীর্ষ পর্যায়ের নের্তৃবৃন্দ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |