- প্রচ্ছদ
-
- চট্টগ্রাম
- চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার হুংকার: লাভ নেই আর দৌড়ঝাঁপ করে,১৫ আসনে নৌকা প্রতীক’র প্রার্থী ‘নদভী’র সব দরজা বন্ধ হয়ে গেছে’
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার হুংকার: লাভ নেই আর দৌড়ঝাঁপ করে,১৫ আসনে নৌকা প্রতীক’র প্রার্থী ‘নদভী’র সব দরজা বন্ধ হয়ে গেছে’
প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগে নেতা আ ম ম মিনহাজুর রহমান বলেছেন, আমাদের এমপি (গত নির্বাচনে নৌকা প্রতীক’র এমপি) আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর চেহারা মলিন হয়ে গেছে। তিনি নির্বাচনের মাঠ থেকে পালিয়ে ঢাকায় ধরনা দিচ্ছেন।
তিনি বলেন, নদভীর গার্ডম্যান মামুন মিয়া হাতে অস্ত্র দিয়ে মানুষকে ভয় দেখাতেন। নির্বাচন কমিশনে অভিযোগ দেয়ার পর তিনি প্রত্যাহার হয়ে গেছেন।
আমাদের এমপিকে এলাকায় দেখা যাচ্ছে না। কোনো লাভ নেই দৌড়াদৌড়ি করে, প্রধানমন্ত্রীর দরজা ও বন্ধ হয়ে গেছে তার জন্য। বিদেশীদের দরজা বন্ধ হয়ে গেছে। এক কথায় সব দরজা বন্ধ হয়ে গেছে তার জন্য।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আলুরঘাট এলাকায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
আসনটিতে এম এ মোতালেব ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
মিনহাজ বলেন, আমাদের এমপি (নদভী) আওয়ামী লীগের অফিস ছেড়ে হাইকমিশনে হাইকমিশনে ঘুরছেন। বিদেশীদের কাছে ধরনা দিচ্ছেন। তিনি এমনটি করছেন, তারা যেনো তাকে এমপি করে দেয়। সব খেলা শেষ। আলুরঘাটের মানুষদের ভয় দেখাচ্ছেন, ভোটকেন্দ্রে না যেতে, সেটা হবে না। জনগণ ঈগল মার্কায় ভোট দিতে কেন্দ্র যাবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, বাঁশি আর বাঁজে না, ৭ তারিখ খেলা হবে। গত ১০ বছর সাতকানিয়া- লোহাগাড়ায় দুর্নীতি-লুটপাট হয়েছে। এলাকা চালিয়েছেন বেগম সাহেবা। আগামী ৭ তারিখ এই বেগম সাহেবার পতন হবে।
নৌকার নদভী ও ঈগলের মোতালেব ছাড়াও আসনটিতে মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আলী হোসাইন, হাতঘড়ি প্রতীকে বাংলাদেশ কল্যাণ পার্টির মুহাম্মদ সোলাইমান কাসেমী, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোহাম্মদ ছালেম, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ হারুন এবং ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ জসিম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Please follow and like us:
20 20