আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৪
চট্টগ্রাম :সোস্যাল বিজনেস নেটওয়ার্ক (এসবিএন) নামে একটি ওয়েব সাইট খুলে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ভাইবোনসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এক গ্রাহক। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মো. সাহাব উদ্দিন নামের এক ভুক্তভোগী। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। মামলায় চেয়ারম্যান পরিচয়দানকারী কক্সবাজার রামপুরার গর্জনীয়া বোমাংখালীর বাবুল ডাক্তারের বাড়ির বাবুল কান্তি নাথের পুত্র সুকান্ত বাবুল নাথ, এমডি পরিচয়দানকারী সুসান্ত বাবুল নাথ (তপু), নবান্ন ও কিউব ফার্মাসিটিক্যালের সিইও বেলায়েত হোসেন, পরিচালক তপুর বোন শ্রীমতি কানা দেবীকে আসামী করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, নবান্ন গ্রæপ ও কিউব ফার্সাসিটিক্যাস এর উৎপাদিত বিভিন্ন ভোগ্য পণ্য দেওয়ার কথা বলে বিবাদীরা বাদি তার আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের কাছ থেকে ১ হাজার ২শ’২৮টি একাউন্ট বাবদ ১৮ লক্ষ ৪২ হাজার টাকা গ্রহণ
করে। পরে পণ্য না দিয়ে প্রতিটি একাউন্টের বিপরীতে ১০ থেকে ১৫ টাকা করে দৈনিক লাভ দেওয়ার প্রতিশ্রæতি দেয়। যা নগদ, বিকাশ ও ব্যাংকের মাধ্যমে ক্যাশ করা যাবে বলে জানান। কিন্তু একাউন্টে জমা টাকা ক্যাশ করে না দিয়ে মালিক পক্ষ গা ঢাকা দেয়। বারবার বলার পর কোম্পানির এমডি সুশান্ত বাবুল নাথ তপু, চেয়ারম্যান সুকান্ত বাবুল নাথ, পরিচালক তার বোন শ্রীমতি কানা দেবী ও নবান্ন এবং কিউব ফার্মাসিটিক্যালের সিইও বেলায়েত হোসেন পরস্পর যোগসাজসে ভুয়া কাগজপত্র বানিয়ে বাদিকে কোম্পানির পরিচালক করে টাকা না দেওয়ার পায়তারা করেন।
বিষয়টি নিশ্চিত করে বাদি মো.সাহাব উদ্দিন এর আইনজীবি মীর শফিকুল কবির বলেন, টাকা নিয়ে পণ্য না দেওয়ার মাধ্যমে প্রতারণা এবং ভুয়া কাগজপত্র তৈরি করে জালজালিয়াতির মাধ্যমে কোম্পানির পরিচালক করায় দন্ডবিধি ৪০৬/৪২০/৪৬৫/৪৬৬/৪৭১/৫০৬/৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডি কে তদন্তের নির্দেশ প্রদান করেন।
নিবেদক
মামলার বাদী
মো. সাহাব উদ্দিন
মো. ০১৬৮১০৭৯৩৭১
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |