আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪৩
এম, এ কাশেম চট্টগ্রাম : চট্টগ্রামের হালিশহরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত আলমগীর মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৬ মার্চ) ভোরে অভিযান চালিয়ে মানিকগঞ্জের রাজবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাকে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার।
তিনি জানান, হালিশহরে কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় র্যাব ছায়াতদন্ত শুরু করে। এবং বুধবার ভোরে অভিযান চালিয়ে আলমগীর মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রবিবার (১৩ মার্চ) রাতে হালিশহর থানার আলিশাহ মাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে হালিশহর থানা পুলিশ।
নিহত কিশোরীর মা একটি পোশাক কারখানার কর্মী ও বাবা রিক্সা চালক। দুই ভাই, এক বোনের মধ্যে ওই কিশোরী সবার বড়। তার এক ভাই মানসিক ভারসাম্যহীন। বুদ্ধি প্রতিবন্ধী। প্রতিবেশী একব্যক্তি রোববার ওই কিশোরীকে তার ঘরে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে।
এ ঘটনায় সোমবার (১৪ মার্চ) বিকেলে আলমগীর নামে একজনকে আসামী করে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা হালিশহর থানায় মামলা করেন।
ঘটনার পর হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল মামুন জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ খাটের নিচে রেখে পালিয়ে যায় অভিযুক্ত আলমগীর।
খুনের আগে ওই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে ধারণা করা হচ্ছে।
নিহত কিশোরীর মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |