আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৫১
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : চট্টগ্রামে বিএনপি’র পদযাত্রা কর্মসূচিকে বাসচাল করতে আওয়ামী সন্তাসী/ক্যাডাররা রাস্তায় শো’ডাউন করে ভীতির সৃষ্টি করে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে। দলীয় সূত্র জানায়,বিএনপি’র কেন্দ্রীয় পূর্ব নিদ্ধারীত কর্মসূচি ছিলো ১১ ফেব্রæয়ারি সারাদেশ ব্যাপী প্রত্যকটি ইউনিয়নে শান্তিপূর্ন ‘পদ যাত্র’। কিন্তু, বিএনপি’র ওই শান্তিপূর্ন কর্মসূচি বানচাল করাতে ক্ষমতাসীন আওয়ামীলীগ পাল্টা কর্মসূচি হিসেবে ‘শান্তি সমাবেশ’র নামে দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করে। তার পর ও ইস্পাত কঠিন ঐক’র মাধ্যমে ‘শহীদ জিয়া’র আদর্শ্য বুকে ধারন করে তৃণমূল নেতা-কর্মীরা আওয়ামী সন্ত্রাসীদের সকল ভয়-ভীতিকে ‘থাড়া’ই কেয়ার’ করে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা গুলোর বেশ কয়েকটি ইউনিয়নে কর্মসূচি অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করেছে বলে প্রাপ্ত সংবাদে জানা গেছে। দেশের সর্বাধিক বিভাগ চট্টগ্রাগের উত্তর, দক্ষিণ ও প্রতিটি ওয়ার্ড (প্রায়) এবং সিটি এলাকার বিভিন্ন ওয়ার্ড এ এ কর্মসূচি পালন করে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে-ভোর সকাল থেকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী ক্যাডাররা অবস্থান নিয়ে থাকে। এবং তারা মোটর সাইকেল নিয়ে ‘শো’ডাউন করে চরম ভীতির সঞ্চার করে। তথাপি বিএনপি পাগল মানুষ দলীয় সাধারণ নেতা-কর্মীদের সাথে একাত্ম হয়ে পদ যাত্রা সম্পন্ন করেন। সকল ভয়-ভীতি উপক্ষো করে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক শাহিদুল ইসলাম চৌধূরীর নের্তৃত্বে তার নিজ এলাকার ইউনিয়ন ১৬ নং সাহেরখালী ইউনিয়নে প্রথমে ওই ‘পদযাত্রা’ কর্মসূচি’র উদ্বোধন করা হয়। এর পর অন্যান্য ইউনিয়নে শুরু হয় ওই কর্মসূচি।
বিভিন্ন স্থানে ওই কর্মসূচি বাধাপ্রাপ্ত হয় এমন অভিযোগ করে মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের চলমান আন্দোলনের কর্মসূচী হিসেবে ১১ ফেব্রæয়ারি শনিবার এ ‘পদযাত্রা’ কর্মসূচি। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে এই কর্মসূচী ঘোষণার পর থেকে পুরো মীরসরাই অবরুদ্ধ করে রাখা হয়। এমন ভয়ঙ্কর পরিস্থিতি উপেক্ষা করে মীরসরাইয়ের প্রতিটি ইউনিয়নে কর্মসূচীতে সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করে হুমকি, ধমকি আর অবরুদ্ধ করে বিএনপি’কে দমিয়ে রাখা যাবে না। বিএনপি জনগনের দল, তারা জনগনের অধিকারের জন্য কাজ করে যাবে।
বিএনপি নেতা সাঈদ চৌধূরী আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছে বর্তমানে। সাধারণ মানুষ নয় মধ্যবিত্তরা ও এখন জীবন নির্বাহ করতে হিমশিম খাচ্ছে। এই সরকার জনগের ভোটের অধিকার যেমন কেড়ে নিয়েছে তেমনি এখন তিলে তিলে জীবন ও কেড়ে নেওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছে এ আওয়ামী জুলুমবাজ সরকার। এভাবে চলতে দেয়া যাবেনা বলে হুঁশিয়ারি উচ্চারণ করে সাঈদ চৌধূরী বলেন, বাংলাদেশ আপোষহীন নেত্রী খালেদা জিয়া এবং বিএনপি’র কাছে সব চেয়ে বেশী নিরাপদ। বাংলাদেশ’র আগামীর রাষ্ট্র নায়ক ‘তারেক রহমান’র কাছে ও নিরাদ থাকবে ইনশাল্লাহ। তিনি বলেন, আমরা মীরসরাই উপজেলা বিএনপি’র পক্ষ থেকে দেশের ও এলাকার প্রতিটি জনগনকে সেই নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে কাজ করছি।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |