আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০৬
চট্টগ্রাম: চট্টগ্রামে একজন বিচারকের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার যুবলীগের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদ এই আদেশ দেন।
দুই আসামি হলেন বন্দর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলার আসামি হাজি ইকবালের ছেলে আলী আকবর ও তাঁর বন্ধু আলী হোসেন জিসান।
বিচারকের ওপর হামলার অভিযোগে পতেঙ্গা থানার পুলিশ যুবলীগের কর্মী আলী আকবর ও জিসানকে আজ আদালতে হাজির করে জানান, গতকাল বুধবার বিকেলে আউটার রিং রোডে অভিযুক্তরা উল্টোপথে বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন। এ সময় ওই পথে যাচ্ছিলেন চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ জহির উদ্দিন। তিনি বাইকারদের এ ধরনের আচরণের প্রতিবাদ করলে জিসান ও আকবর তাঁর ওপর হামলা চালান। খবর পেয়ে পতেঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে হামলাকারীদের আটক করে।
শুনানি শেষে আদালত আলী আকবর ও জিসানের তিন দিন করে রিমান্ডের আদেশ দেন বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহাবুদ্দিন আহমেদ জানিয়েছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |