- প্রচ্ছদ
-
- চট্টগ্রাম
- চট্টগ্রাম আদালতে মামলার হাজিরা দিয়ে জামিন চাইতে গিয়ে জেল হাজতে গেলেন বিএনপি নেতা মোজাম্মেল
চট্টগ্রাম আদালতে মামলার হাজিরা দিয়ে জামিন চাইতে গিয়ে জেল হাজতে গেলেন বিএনপি নেতা মোজাম্মেল
প্রকাশ: ২৩ জানুয়ারি, ২০২৪ ১০:৫৫ পূর্বাহ্ণ
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল চট্টগ্রাম : চট্টগ্রামের আদালতে মামলার হাজিরা দিয়ে জামিন নিতে গিয়ে জেল হাজতে যেতে হলো বিএনপি নেতা মোজাম্মেল কে।
দলীয় সূত্র জানায়, উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের বাসিন্দা, সাবেক ছাত্র নেতা ও ৪ নং ধুম ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ মোজাম্মেল হোসেন স্থানীয় জোরারগঞ্জ থানার একটি মামলার হাজিরা দিয়ে জামিন নিতে চট্টগ্রামের আদালতে যান সোমবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে।
এক পর্যায়ে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিএনপির পক্ষ থেকে দাবি করে বলা হয়েছে- রাজনৈতিক দলের নেতা হিসেবে মামলা থাকতেই পারে এবং যথাযথ নিয়মানুসারে জামিন এর প্রার্থনা করে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাওয়া হলে বিজ্ঞ আদালত আসামি (রাজনৈতিক)’র পাওয়া অধিকার মোতাবেক তা বিবেচনায় এনে জামিন প্রদানের এখতিয়ার থাকলে ও বর্তমান সরকারের শাসনামলে যে কোনো মানুষের সেই অধিকার কেড়ে নেয়া হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন, মীরসরাই উপজেলা বিএনপি’র সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী প্রমুখ নের্তৃবৃন্দ বিএনপি নেতা মোজাম্মেল হোসেন কে জামিন না দিয়ে মিথ্যে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
নের্তৃবৃন্দ অবিলম্বে বিএনপি নেতা মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যে মামলা তুলে নিয়ে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
Please follow and like us:
20 20