আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:১১
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম: ১১তারিখ শনিবার দেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল বিএনপির কেন্দ্র ঘোষিত পূর্ব কর্মসূচির আলোকে সারাদেশ ব্যাপী (জেলা/উপজেলার প্রতিটি ইউনিয়ন ও সিটি র প্রত্যকটি ওয়ার্ড) শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচি পালন করার নিমিত্তে যখন প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি তখন-ই বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ ওই দিন শান্তি সমাবেশের নামে পাল্টা কর্মসূচি দিয়ে আবারো ভুল রাজনীতির দিকে ধাবিত হচ্ছে বলে রাজনৈতিক অভিজ্ঞ মহল মনে করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন গত বেশ কয়েক বছর ধরে একদিকে সরকার দলীয় নেতা-কর্মীদের হামলা, হুমকি-ধামকি ও বাধা প্রদান এবং সরকার নির্দেশিত পুলিশি বাধার কারণে বিএনপি কোথাও কোনো ধরণের সভা-সমাবেশ ও মিছিল করতে পারছিলোনা। কিন্তু গত কয়েক দিন যাবত সরকার দলীয় কোনো নেতা-কর্মীদের তেমন একটা বাধা প্রদান না থাকায় এবং পুলিশের ওপর ও তেমন কোনো নির্দেশনা না থাকায় পুলিশ ও তাতে বাধা প্রদান না করায় বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকটি সভা-সমাবেশ ও মিছিল করতে পেরে তারা কিছু টা হলে ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে যেতে পারছিলো। যার কারণে আওয়ামী লীগ এর অতিতের দুর্নাম কিছু টা হলে ও ধামাচাপা পড়তে যাচ্ছিলো। কিন্তু হঠাৎ আওয়ামী লীগ আবার বিগড়ে গেলো কেনো? কেনো-ই বা তারা বিএনপির পূর্ব ঘোষিত ১১ ফেব্রুয়ারি শনিবার পদযাত্রার দিন শান্তি সমাবেশের নামে পাল্টা কর্মসূচি দিয়ে বসলো? এক-ই দিন যদি দেশের দু’টি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ (ক্ষমতাসীন) ও বিএনপি (বিরোধী দল) কর্মসূচি পালন করতে যায় তালে সংঘাত- সংঘর্ষ যে অনিবার্য-ই সে কথা ও রাজনৈতিক বিশ্লেষকরা বলতে দ্বিধা করছেন না। দেশের অন্যান্য স্থানের কথা আপাত: দৃষ্টিতে বাদ রাখলে ও এ প্রতিবেদনের আলোচ্য: চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির পক্ষ থেকে দায়িত্ববান নের্তৃর্বৃন্দ পুলিশ প্রশাসনের কাছে অনুমতি প্রদান পূর্বক সহযোগিতা চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন দলের শীর্ষ পর্যায়ের ২/৪জন নেতা।
প্রসঙ্গক্রমে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য ও জেলার আওতাধীন মীরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী ‘বিডি দিনকাল’ কে জানান, দেশ ও জনগণের সার্থে আমাদের কর্মসূচি (পদযাত্রা) অত্যন্ত সু’শৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার মানসিকতা নিয়ে আমরা আমাদের কর্ম তৎপরতা চালিয়ে যাচ্ছি। কিন্তু, আওয়ামী লীগ তাদের হীন রাজনৈতিক মানসিকতা প্রদর্শন এর পূর্ব খায়েস পূরণে যদি ওই দিন কোনো কর্মসূচি দেয় তাহলে সেটা তাদের হঠকারী সিদ্ধান্ত হিসেবে দেশ/ এলাকায় মানুষের কাছে চিহ্নিত হবে। আর এতে রাজনীতির মাঠে লাভবান হবে বিএনপি। আর ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ। তার পর ও আমরা সরকার ও আওয়ামী লীগ নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, তারা যেনো ওই রকম হঠকারী সিদ্ধান্তের দিকে না এগুয়।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |