আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:১৩
এম, এ কাশেম: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের পাহাড়ি এলাকায় হাজার হাজার একর রির্জাভ ফরেষ্ট এর জায়গা রয়েছে। এখানে স্থায়ী ভাবে বসবাস করে আসছে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। এ এলাকায় লেবু বাগান, আম বাগান, মাল্টা বাগান ও পেয়ারা বাগান সহ রয়েছে নানা প্রজাতির গাছ। ঘরবাড়ী নেই এমন লোকজন দীর্ঘদিন থেকে এখানে বাড়ী-ঘর করে বসবাস: করে আসছে বছরের পর বছর। এখানকার বাসিন্দাদের মধ্যে অনেকেই আবার বাগান ছাড়া ও কৃষি কাজ এবঙ বিভিন্ন খামার করে জীবিকা নির্বাহ করে আসছে তারা। করেরহাট’র দক্ষিন অলিনগর এলাকায় গত কয়েক বছর যাবত এলাকার কয়েকজন বেকার যুবক ব্যাংক থেকে লোন নিয়ে ১২ মাসী পেয়ারা চাষ শুরু করে ৫ একর জায়গার মধ্যে। পেয়ারা বিক্রি করে চলে তাদের পুরো পরিবার। ‘করোনা’ বালিন সময়ে তারা মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। গত কয়েকদিন আগে করেরহাট বন বিভাগের লোকজন কোনো রুপ পূর্ব নোটিশ ছাড়া-ই ওই সব বেকার যুবকদের পেয়ারা বাগানটির সমস্ত গাছ কেটে একেবারেই ধ্বংষ করে দেয। ক্ষতিগ্রস্থ যুবকরা প্রশাসনের ধারে ধারে বিচার প্রার্থনা করে এবং বন ও পরিবেশ মন্ত্রনালয়ে অভিযোগ দেন্ বনবিভাগের লোকজনের বিরুদ্ধে। কিন্তু, তাদের কোনো কথা/অভিযোগ-ই গুরত্ব পায় সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের কাছে! এদিকে, মন্ত্রনালযে অভিযোগ দেয়ায় স্থানীয় বন বিভাগের কর্মকর্তার নির্দেশে তার-ই লোকজন ক্ষিপ্ত হয়ে বেকার যুবকদের বিরুদ্ধে মামলা দায়ের করে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ: হাজার হাজার বাগান রয়েছে করেরহাট এলাকায় । বনবিভাগের লোকজন কোথাও অভিযান না চালিয়ে অর্থের লোভে বেকার যুবকদের পেয়ারা বাগানটি ধ্বংষ করে দেয়। াীভযোগের সংশ্লিষ্ট এলাকা করেরহাট ফরেষ্ট বিভাগের এসিএফ ও রেঞ্জ কর্মকর্তাকে বেকার যুবকদের পেয়ারা বাগানটি নোটিশ ছাড়াই কেনো ধ্বংস করা হলো এ বিষয়ে জানতে চাইলে তারা ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি নয বলে এক পত্রিকার প্রতিনিধিকে তাড়িয়ে দেন্। এমন কি, উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশ ছাড়া এ বিষয়ে কোনো সাংবাদিক এর সাথে কোনো কথা বলতে পারবেন না বলে ও সাফ জানিয়ে দেন্। বিষয়টি অত্যন্ত ষ্পর্ষকাতর এবং এ বিষয়ে ত্বরিৎ ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসী বন ও পরিবেশ মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট প্রশাসনের গস্তক্ষেপ চেয়েছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |