আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২০
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : মহানগরীর ইপিজেড এলাকার একটি বাসা থেকে মা–মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইপিজেড থানাধীন ব্যাংক কলোনির শাহ আলম কন্ট্রাক্টরের ভবনের বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন শাহনাজ আক্তার (৩৩) এবং তার ৪ বছরের মেয়ে সাবেকুন্নাহার ইভা। নিহতের স্বামী শাহজাহান ইপিজেডে একটি পোশাক কারখানায় কর্মরত। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে বাসার ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় মা–মেয়ের মরদেহ পাওয়া যায়। একই রশিতে ঝুলছিল তাদের মরদেহ। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে সন্তানসহ ওই নারী আত্মহত্যা করেছেন।
ওসি বলেন, আজ সকালে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী গার্মেন্টসে চলে যান। এরপর প্রথমে মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করেন মা। পরে নিজেই একই দড়িতে ঝুলে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের জন্য মা–মেয়ের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |