আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:০৫
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : উন্নতমানের যাত্রী সেবা, আরামদায়ক সিট এমন আজগুবি শ্লোগানের মধ্যে দিয়ে বারইয়ারহাট পৌরসভার বিশ্বরোড থেকে চট্টগ্রামের কদমতলী পর্যন্ত নতুন রূপ ধারণ করা “মিরসরাই এক্সপ্রেস” নামক যাত্রী বাহী বাস এর শুভ উদ্বোধন করা হয়েছে আজ দুপুরের দিকে বারইয়ারহাট পৌরসভা বাজারে! দীর্ঘ বেশ কয়েক বছর যাবত বারইয়ারহাট থেকে চট্টগ্রাম শহরের মাদারবাড়ি পর্যন্ত সার্ভিস দেয়া ‘চয়েস’ পরিবহনের বিরুদ্ধে নানাবিধ: অনিয়ম- অ-ব্যবস্থাপনা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে এবং বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্র-পত্রিকায় ব্যাপকহারে লেখা-লেখি করা হলে ও কার্যত কোনো ব্যবস্থা নেয়া হয়নি স্থানীয় পৌরসভা কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে। আর সেই ‘চয়েস’ পরিবহনের মান উন্নয়ন না করে তার পাশ কাটিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে পাশাপাশি আরো একটি পরিবহন ‘মীরসরাই এক্সপ্রেস’ নামক যাত্রী বাহী বাস এর উদ্বোধন করা নিয়ে সাধারণ যাত্রীদের মাঝে নানাবিধ: কৌতূহলী কথা-বার্তা শোনা যাচ্ছে। সূত্র জানায়, শনিবার (২৪ জুন) বেলা ১২ টার দিকে মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও স্থানীয় বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর মাসুক এবং পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন সহ অপরাপর আওয়ামী লীগের নেতা-কর্মী সমষ্টিত উক্ত যাত্রী বাহী বাস ‘মীরসরাই এক্সপ্রেস’ এর উদ্বোধন করা হয়। এতে বলা হয়, উপজেলার বারইয়ারহাট, মস্তাননগর বিশ্বরোড, মীরসরাই সদর ও নিজামপুর কলেজএলাকা থেকে টিকেটের মাধ্যমে যাত্রী উঠানো হবে। গাড়ির স্টাফ এবং সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, বারইয়ারহাট থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে বারইয়ারহাট পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা। আর সময় ধরা হয়েছে বারইয়ারহাট থেকে চট্টগ্রাম শহরের প্রবেশ মুখ ‘সিটি গেইট’ পৌঁছাতে ১ ঘন্টা ১০/২০ মিনিট। আশ্চর্য জনক হলে ও সত্য যে, যেখানে ‘চয়েস’ সার্ভিস এর ভাড়া ও ১৩০ টাকা এবং তাদের সময় লাগে ২ থেকে ২ ঘন্টা ৩০ মিনিট সেখানে তাদের ভাড়া ও কেনো হবে সেই ১৩০ টাকা? এ ছাড়া-ঢাকা থেকে চট্টগ্রাম রুটের বিলাসবহুল অন্যান্য যাত্রী বাহী বাস গুলো ভাড়া নিয়ে থাকে ১০০ টাকা এবং তারা সিটি গেইট পর্যন্ত পৌনে ১ ঘন্টা/১ ঘন্টার পৌঁছে যেতে সক্ষম হয় সেখানে ওই নব উদ্বোধনকৃত ‘মীরসরাই এক্সপ্রেস’ নামক যাত্রী বাহী বাসটি এমন আজগুবি শ্লোগানের মাধ্যমে উদ্বোধন করে ‘চয়েস’ সার্ভিস এর সাথে প্রতিযোগিতায় কেনো নামিয়ে দেয়া হলো? ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা এবং পৌরসভা কর্তৃপক্ষ যদি সত্যাসত্য যাত্রী সাধারণ এর সুবিধার্থে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কোনো ভুমিকা রাখার মনোবাসনা রাখেন তাহলে হয়-‘চয়েস’ সার্ভিস কে ঢেলে সাজানোর ব্যবস্থা করানোর মাধ্যমে এর উন্নয়ন করার ওপর নজর দিতেন। না হয়- ‘চয়েস’ সার্ভিস এবং নব উদ্বোধনকৃত ‘মীরসরাই এক্সপ্রেস’ দূ’টো কে একটি বানিয়ে ও যাত্রীদের সেবা’য় এগিয়ে আসতে পারতেন। স্থানীয়দের মতে, এখন দেখার বিষয়-উক্ত দু’টি বাস এক-ই জায়গা থেকে সার্ভিস দিতে গিয়ে প্রতিযোগিতার খপ্পরে ফেলে যাত্রী এবং চলাচল রত: মানুষের মধ্যে রক্তারক্তির সৃষ্টি করিয়ে দেয় কি না। অথবা, কোনো ধরনের জীবন হানির ঘটনার জন্ম দেয় কি না?
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |