আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:০৯
এম, এ কাশেম, বিডি দিনকাল’ চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট আর ও এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বৃহস্পতিবার ডেপুটি রেজিস্ট্রার দিবাকর বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে সংবাদ মাধ্যম কে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শহরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অভ্যন্তরে অবস্থিত একাডেমিক ভবন, আবাসিক হোস্টেল ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজ চলমান থাকায় উন্নয়ন ও সংস্কার কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত কমিটি কর্তৃক আবেদনের পরিপ্রেক্ষিতে কমিটির কার্যক্রম বর্ধিত করা হয়েছে। এ সময় চারুকলা ইন্সটিটিউটের জন্য কিছু বিধি-নিষেধ বলবৎ থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। এগুলো হচ্ছে- আগামী ৬ এপ্রিল পর্যন্ত ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এবং উক্ত সময়ে অনলাইনে ক্লাস চালু থাকবে। একই সময় পর্যন্ত ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলও বন্ধ থাকবে। চারুকলা ইনস্টিটিউটের ক্যাম্পাস ও হোস্টেল বন্ধ থাকাকালে কোনো শিক্ষার্থী চারুকলা ইনস্টিটিউটের ক্যাম্পাস অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। রোজা ও ঈদ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকা কালেও এসব বিধি: নিষেধ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর আগে শ্রেণি কক্ষের ছাদ থেকে ইট-সিমেন্ট খসে পড়ায় গত বছরের ২ নভেম্বর থেকে ক্লাস বর্জন শুরু করে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে তারা ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে নিয়ে যাওয়া সহ ২২ দফা দাবিতে আন্দোলনে নামে। ২৩ জানুয়ারি থেকে আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরতে রাজি হলেও অ্যাকাডেমিক ভবনের বাইরে খোলা প্রাঙ্গণে ক্লাস করেছে শিক্ষার্থীরা। এরপর ৩১ জানুয়ারি থেকে পুনরায় শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে ফিরে যেতে নগরীর বাদশা মিয়া সড়কে চারুকলার মূল ফটকে তালা দিয়ে ক্লাস বর্জন ও আন্দোলন শুরু করে। এই উত্তেজনার মধ্যেই ২ ফেব্রুয়ারি সিন্ডিকেটের জরুরি মিটিংয়ে চারুকলা ইনস্টিটিউট ১ মাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরে মার্চ পর্যন্ত চারুকলা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তা শেষ হওয়ার আগেই আবার বন্ধের নোটিস এলো!
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |