আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১:১৬
‘বিডি দিনকাল’ চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর হালিশহরে চড়া সুদে টাকা ধার দিয়ে হয়রানি, খালি চেকের পাতা নিয়ে মামলায় ফাঁসানো সহ নানা:বিধ অভিযোগে কুলসুমা বেগম ওরফে ‘সুন্দরী’ রমণীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গতকাল বিকালে শহরের বড়পোল এলাকার বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে এ মানববন্ধন করা হয়। এতে বড়পোল এলাকার সুন্দরীপাড়া, সাইটপাড়া, মইন্যাপাড়া, নতুনপাড়া ও নিউমুরিং আবাসিক এলাকার কয়েকশ ভুক্তভোগী নারী-পুরুষ মানববন্ধনে উপস্থিত হন।
মানববন্ধনে ভুক্তভোগীদের মধ্যে আল মামুন নামে একজন বলেন, ‘এলাকাবাসীর লোকজন সমস্যায় পড়ে ওই সুন্দরী রমসণী’র কাছে গেলে তিনি প্রথমে টাকা ধার দেন। পরে মাসিক হিসেবে আসল টাকা ভুক্তভোগী সুদ সহ পরিশোধ করে দেয়ার পরও গ্যারান্টি হিসেবে নেয়া হয় খালি চেক, স্ট্যাম্প। সে সব কাগজ ফেরত না দিয়ে আবার ও ভুক্তভোগীর কাছ থেকে টাকা দাবি করেন ওই সুন্দরী। তার এমন চাঁদাবাজিতে সহযোগিতা করে স্থানীয় সন্ত্রাসী ঠোঁট কাটা জাহেদ ও হালিশহর থানার ক্যাশিয়ার হিসেবে পরিচিত আলাউদ্দিন। এমন তথ্য ও উপস্থাপন করা হয় মানববন্ধনে তাদের দিয়ে ভুক্তভোগীর বাসায়ও হামলা চালানো হয়। টাকা না দিলে জোর করে টর্চার সেলে নিয়ে চালানো হয় নির্যাতন।’
এ বিষয়ে কেউ প্রতিবাদ করতে চাইলে থানার সাথে যোগসাজশ করে তাকে ইয়াবা অথবা অন্য কোনো মামলায় ফাঁসানো হয়।
অপর এক ভুক্তভোগী ব্যবসায়ী জানান, এক লাখ ৭০ হাজার টাকা ধার নেয়ার পর সুদ সহ ৩ লাখ ৩৬ হাজার টাকা পরিশোধ করা হয় তাকে। এর পরও গ্যারান্টি হিসেবে নেয়া ১০টি খালি চেকের পাতা ওই মহিলা ফেরত দেননি। বরং ওই চেকে ১০ লাখ টাকার অংক বসিয়ে আদালতে মামলা করে হয়রানি করা হয় তাকে। ভুক্তভোগীদের বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের হামলার একাধিক ভিডিও ফুটেজ সহ র্যাব ও পুলিশের কাছে অভিযোগ করা হলেও অদৃশ্য কারণে তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট প্রশাসন।
মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী সরকারের স্বরাষ্ট ্রমন্ত্রী সহ চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |