এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন আখতারুজ্জামান ফ্লাইওভারের ওপর বেপরোয়া গতিতে বাইক চালানোর সময় একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটলে বাইক আরোহী দু’ প্রেমিক-প্রেমিকা প্রাণ হারিয়েছেন। তারা হলেন সরকারি সিটি কলেজ ছাত্রলীগ নেতা মোঃ ইমরান হোসেন ইফতি (২৪) ও তার প্রেমিকা নাহিদা সুলতানা (২০)। তারা দু’জন চট্টগ্রাম সিটি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলো বলে জানা গেছে। তারা দু’জন পড়া-লেখার ফাঁকে বাইকার হিসেবে কাজ করে যাচ্ছিলেন সূত্র জানায়। সোমবার (২১ আগষ্ট) রাত সাড়ে দশটার দিকে উক্ত ফ্লাইওভারের ওয়াসা থেকে জিইসি মোড়ের মধ্যবর্তী এলাকায় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে এই দুর্ঘটনা ঘটেব বলে সূত্র নিশ্চিত করেছে। ইমরান ইফতি নগরীর পূর্ব মাদারবাড়ি দারোগাহাট এলাকার ইউনুস মোল্লার পুত্র। আর নাহিদা সুলতানা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার গোয়াখালির ১ নং ওয়ার্ডের রাসেল চৌধুরীর মেয়ে। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় মোঃ শফিউল ইসলাম নামের এক যুবক। তিনি ‘বিডি দিনকাল’ বলেন, লালখান বাজার থেকে বাইক নিয়ে বহদ্দারহাটের দিকে যাচ্ছিলেন উক্ত দু’জন। ফ্লাইওভারে একটি গাড়িকে ওভারটেক করে যাওয়ার সময় সামনে থাকা ট্রাকের সাথে সজোরে ধাক্কা খায়। এতে নাহিদা সুলতানা ঘটনাস্থলে মারা যান। আর ইমরানকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়। ইমরানের ছোট ভাই ব্যবসায়ী আবু বক্কর বলেন, আমরা ৪ ভাই। ইমরান আমাদের ভাইদের মধ্যে তৃতীয়। আমি সবার ছোট। আমি ব্যবসা করি। আমাদের গ্রামের বাড়ি বরিশাল ঝালোকাটি। আমরা চট্টগ্রামের সিটি কলেজের পাশে দারোগাহাট এলাকায় থাকি। আমার ভাই সিটি কলেজে ডিগ্রি পড়তো। তার বন্ধু সহ বেড়াতে বের হয়েছিলো বাইকে করে। ইমরানের লাশ বরিশাল এর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে ও জানান তিনি।