- প্রচ্ছদ
-
- চট্টগ্রাম
- চট্টগ্রাম ১ মীরসরাই আসনে নৌকার পক্ষে সমর্থন জানিয়ে সাম্যবাদী দলের প্রার্থী দীলিপ বড়ুয়ার মনোনয়ন প্রত্যাহার
চট্টগ্রাম ১ মীরসরাই আসনে নৌকার পক্ষে সমর্থন জানিয়ে সাম্যবাদী দলের প্রার্থী দীলিপ বড়ুয়ার মনোনয়ন প্রত্যাহার
প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ মীরসরাই আসনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
রোববার (১৭ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিলীপ বড়ুয়ার পক্ষে তার প্রতিনিধি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত খবরে প্রকাশ।
এ ছাড়া বিষয়টি সম্পর্কে সাংবাদিকদের নিশ্চিত করেছেন সাম্যবাদী দলের মীরসরাই উপজেলার যুগ্ম আহ্বায়ক রনজিত বড়ুয়া।
মনোনয়ন বিষয়ে জানতে চাইলে দিলীপ বড়ুয়া স্থানীয় সাংবাদিকদের বলেন, আমি জোট থেকে মীরসরাই আসনে মনোনয়ন চেয়েছিলাম। মনোনয়ন না পেয়ে নৌকার পক্ষে প্রত্যাহার করেছি। আমার প্রতিনিধি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। দু-একদিনের মধ্যে এলাকায় আসবো এবং নৌকার পক্ষে ভোট চাইবো।’
এ বিষয়ে জানতে চাইলে মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন স্থানীয় সাংবাদিকদের বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করবেন। তবে, কেউ করেছেন কি না এখনো আমাদের জানানো হয়নি। পরে জানতে পারবো কতোজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
Please follow and like us:
20 20