এম, এ কাশেম:-চলে যাচ্ছে রোজা-রমজান’র মাস! ব্যাকুল হয়ে উঠেছে মনটা। চোখের পানিতে বিদায় জানানো ছাড়া কোনো গত্যন্তর নেই। বান্দাদের পরিক্ষনীয় আল্লাহর নেয়ামত এর এক মাস ‘পবিত্র মাসে রমজান-রোজার মাস’ চলে যাচ্ছে অতি দ্রুত গতিতে!! মনটা ব্যাকুল হয়ে উঠেছে তাতে। বুজতে যাদের অসুবিধা হয় বা হবে ও তারা সারাজীবন-ই সেই অ-বুঝ এর গর্ত থেকে উঠে আসবে না। ‘পবিত্র রমজান-রোজার’ মাসে বছরের বাকি এগারো মাসের মধ্যে মানুষের শরীরে রোগ-বালাই থাকে কম। অপরাধ, ঘটনা-দূর্ঘটনা সহ অপরাপর অপরাধ মূলক কর্মকান্ড ও বলতে গেলে একেবারেই কম হয়/থাকে। এ ছাড়া, অধপতিত: নারী-পুরষের চাল-চরীত্র ও নিজের কন্ট্রোল এ। যারা অধ:পতনের দিকে ধাবিত তাদের কে সংশোধন হওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়ার মাস ও এই ‘পবিত্র মাহে রমজান’ মাস। হিসেব কষলে দেখা যাবে বছরের বাকি ১১ মাসের মধ্যে যে কোনো মাসে যে সব অপরাধ সহ বিভিন্ন ঘটনা-দূর্ঘটনা যাহা ঘটে থাকে তার তূলনায় এই রোজার মাসে কয়টা ঘটেছে বা ঘটে! সুতরাং, রোজার মাস যদি সারা বছরই থাকতো তাহলে মানুষ নামের অ-মানুষদের বিচরণ ও থাকতো না। আর সে জন্য- ই ‘রমজান-রোজার মাস’র বিদায়ে চোখে পানি এসে যায়/যাচ্ছে এবং যাবে ও। হে আল্লাহ আপনার অশেষ রহমতিয় মাস ‘মাহে রমজান-রোজা’র মাস’র মতো সারা বছর সে রকম থাকার ছায়া দিন। আমীন।
লেখক : ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম।