আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২৫
চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মো. মাহফুজুল হকের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী সোনিয়া আক্তার।
সংবাদ সম্মেলনে সোনিয়া আক্তার জানান, ১০ বছর আগে মাহফুজুল হকের সঙ্গে তার বিয়ে হয়। তাদের তিন সন্তান রয়েছে। পাঁচ বছর আগে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন মাহফুজুল। মেয়র নির্বাচিত হওয়ার পর অন্য নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন তিনি।
সোনিয়া জানান, ওই বিষয়ে প্রতিবাদ করলে তার ওপর নির্যাতন চালান মেয়র। কয়েক মাস আগে সোনিয়াকে কিছু না জানিয়ে কুমিল্লায় দ্বিতীয় বিয়ে করেন তিনি। এ ঘটনার প্রতিবাদ করলে সোনিয়াকে নির্যাতন করে ঘর থেকে বের করে দেওয়া হয়।
এ ছাড়া সোনিয়ার বোনের জামাইয়ের কাছ থেকে ঠিকাদারী ও ব্যবসার কথা বলে সাত লাখ ৭০ হাজার টাকা ধার নেন মাহফুজুল। ধারের সেই টাকা চাইলে নির্যাতন সহ্য করতে হতো সোনিয়াকে। সংবাদ সম্মেলনে সোনিয়া আক্তার তিন সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। তাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে জানান সোনিয়া।
সংবাদ সম্মেলনে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |