আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৫৫
চাঁদপুরঃ-চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৫ আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে একটায় চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউপির পূর্ব নরহ গ্রামের মোল্লার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, ওই রাতে হাসনাবাদ চিতোষী সড়কে হঠাৎ করে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকা অতিক্রমের সময় পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। গভীর রাতে গাড়ির দুর্ঘটনার দৃশ্যটি একজন মোটরসাইকেল চালক দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় মসজিদে মাইকিং করে এলাকাবাসীকে নিয়ে প্রাইভেট কারটি উদ্ধারের প্রচেষ্টা চালায়।
পরে ওই অভিযানে শাহরাস্তি মডেল থানা পুলিশ ও উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত),পুলিশ পরিদর্শক সুব্রত কুমার, এসআই শফিকুল ইসলাম, এসআই সাহিদুর রহমান ও সঙ্গীয় ফোর্স, শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহগুলো পুলিশ তল্লাশি চালিয়ে তাদের পকেটে থাকা পরিচয় পত্র এবং মুঠোফোনের মাধ্যমে তাদের শনাক্ত করে।
নিহতরা হলেন- কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার রামদেবপু গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ শাহ্ পরান তুষার (২২), একই উপজেলার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৫), গাজীপুর জেলার সদর থানার উত্তর খাইলপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর হোসেন (২৪), মনোহরগঞ্জ উপজেলার চাপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ রেজাউল করিম (২৪) ও যশোর জেলার শর্শা উপজেলার ধান্যকুল গ্রামের আঃ খালেকের ছেলে নয়ন (২৫)।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল মান্নান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করি। ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা ৫ জনই মারা গেছেন। ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার পুকুরে পড়ে যায়। নিহতদের সাথে থাকা পরিচয় পত্র ও মুঠোফোনের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছে। তিনি আরও জানান, প্রাইভেটকারে থাকা সবাই কুমিল্লায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায় ফেরার পথে এই দুর্ঘটনায় পতিত হয়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |