আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩৯
বিডি দিনকাল ডেস্ক : চাঁদপুরে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে স্বর্ণ চুরির দায়ে আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্য বরিশালের মো. মিঠু (২৭), কুমিল্লা নাঙ্গলকোট এলাকার ফয়েজ আহমেদ রিফত (২২), নারায়ণগঞ্জের মোঃ শামীম (২৫) ও মোঃ লাল চান (১৯)কে আটক করেছে ডিবি পুলিশ (জেলা গোয়েন্দা শাখা)। গতকাল শনিবার বিকেলে শহরের কালীবাড়ীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
পুলিশ সুপার জানান, গত ২৪শে জুলাই দুপুরে শহরের পুরান বাজার এলাকার ঘোষপাড়ার বাসিন্দা নারায়ণ চক্রবর্তীর স্ত্রী আদরী রানী চক্রবর্তীর সঙ্গে অভিনব কায়দায় প্রতারণা করে তার গলায় থাকা ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, আট আনা ওজনের ১ জোড়া কানের দুল, ছয় আনা ওজনের চারটি আংটিসহ মোট ১ ভরি ১৪ আনা স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৫ হাজার টাকা পালিয়ে যায় চোরচক্র।
পরে আটককৃত আসামিদের দেয়া তথ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চলপাড়া এলাকার রাসেলের দোকান থেকে গলিত অবস্থায় অভিযোগকারী স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।
তিনি জানান, চক্রটি চাঁদপুর থেকে দেশের বিভিন্ন জেলায় এই ধরনের অপরাধ-কর্ম পরিচালনা করে আসছিলো। এ বিষয়ে পুলিশের হাতে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। এসময় চক্রের মূল হোতা ও অন্যান্য সদস্যদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |